মন্ত্রী মনোজের মুখেও 'জাস্টিস ফর আরজি কর' দাবি, মেয়ের বাবা ঋদ্ধির মন খারাপ

Last Updated:

Manoj Tiwari- সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে কালীঘাট ক্লাবের হয়ে সই করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি, ত্রিপুরা থেকে বাংলায় ফিরে আসা ঋদ্ধিমান সাহা ও অনুষ্টুপ মজুমদার।

কলকাতা: সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে কালীঘাট ক্লাবের হয়ে সই করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি, ত্রিপুরা থেকে বাংলায় ফিরে আসা ঋদ্ধিমান সাহা ও অনুষ্টুপ মজুমদার।
এই প্রথম বাংলার ৩ তারকা ক্রিকেটার একসঙ্গে কালীঘাটের হয়ে ক্লাব ক্রিকেটে খেলবেন। কেরিয়ারের শুরুতে কাস্টমস ক্লাবে তিনজন একবার খেলেছিলেন।
মনোজ গত বছরই অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বাংলার হয়ে খেলা ছেড়ে এবার হয়েছেন ভিশনের কোচ। তবে ক্লাব ক্রিকেট খেলবেন।
advertisement
আরও পড়ুন- মুক্তির আগেই দাম ফাঁস! আইফোন ১৬ সিরিজের মডেল কিনতে কত খরচ হবে জানেন?
সিএবি পরিচালিত বেঙ্গল প্র টি-টোয়েন্টি লিগে খেলতে চান। মন্ত্রিত্ব সামলেও ক্রিকেটকে সময় দিতে চান মনোজ। আর বাংলায় ফিরে ঋদ্ধিমানের দাবি, বাংলা ক্রিকেট চ্যাম্পিয়ন করার লক্ষ্যে মাঠে নামতে চান।
advertisement
অন্যদিকে, অনুষ্টুপ মজুমদার ৪০ বছর বয়সেও ক্রিকেটকে ধ্যান ধ্যান করে এগোচ্ছেন। শেষ মরসুমেও বাংলার বছরের ক্রিকেটার হয়েছে। বাংলাকে রঞ্জি জেতাতে মরিয়া রুকু। এদিন সিএবিতে সই করার পর ক্রিকেটের বিষয়ে কথা বলার পাশাপাশি আরজি কর নিয়ে ক্রিকেটাররা সরব।
ক্রিকেট মাঠে উঠল স্বর, জাস্টিস ফর আরজি কর। ফুটবল মাঠে আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রতিটি ম্যাচেই গ্যালারিতে টিফো ব্যানার তুলে ধরছেন সমর্থকরা। এমনকী ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একযোগে রাস্তায় নেমেছেন, মিছিল করেছেন পারস্পরিক মেঠো বৈরিতা ভুলে।
advertisement
আরও পড়ুন- স্মার্টফোনে ব্যাক কভার লাগানো ভাল নাকি খারাপ? প্রচুর মানুষ জানেন না
এবার সেই স্বর কলকাতা ক্রিকেটের মাঠে। বাংলার বর্ষসেরা ক্রিকেটার তাঁর মতো করে প্রতিবাদী স্বর তুললেন। এর আগে ঋদ্ধিমান সাহা সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন। শনিবারও আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব হলেন।
রাজ্য সরকারের মন্ত্রী মনোজ তিওয়ারিও বলছেন, সিবিআই এর দিকে তাকিয়ে আছি। দোষীরা শাস্তি পাক সেটাই চাই। চরমতম শাস্তি ঋদ্ধি, মনোজরা।
বাংলা খবর/ খবর/খেলা/
মন্ত্রী মনোজের মুখেও 'জাস্টিস ফর আরজি কর' দাবি, মেয়ের বাবা ঋদ্ধির মন খারাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement