Mankading Rule: ক্রিকেটে আর থাকছে না ‘মানকাডিং’, কলঙ্ক ঘুচল ভারতীয় ক্রিকেট কিংবদন্তীর, বলছেন বিনু মানকড়ের ছেলে রাহুল

Last Updated:

অবশেষে এটিকে আনফেয়ার প্লে-র তকমা থেকে সরিয়ে রান আউট সেকশনে স্থানান্তরিত করা হয়েছে।

#নয়াদিল্লি: ভারতের কিংবদন্তি অলরাউন্ডার বিনু মানকড়ের (Vinoo Mankad) একমাত্র সন্তান রাহুল মানকড় (Rahul Mankad) অবশেষে দীর্ঘ লড়াইয়ে জয়ী হলেন। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (MCC) পুরনো নিয়ম অনুযায়ী, ব্যাক আপ করার সময় নন-স্ট্রাইকার ব্যাটসম্যানকে রান আউট করার পদ্ধতিটি এতদিন ‘আনফেয়ার প্লে’ নামে পরিচিত ছিল। অবশেষে এটিকে আনফেয়ার প্লে-র তকমা থেকে সরিয়ে রান আউট সেকশনে স্থানান্তরিত করা হয়েছে (Mankading Rule)।
প্লেয়ারদের বরখাস্তের এই পদ্ধতিটিকে সাধারণত ‘ম্যানকাডিং’ বলা হয়। বহু পূর্বে ১৯৪৭-৪৮ সালে ভারত সফরের সময় যখন ভিনু মানকড় অস্ট্রেলিয়ার বিল ব্রাউনকে (Bill Brown) এই পদ্ধতিতে আউট করেছিলেন তখন এই শব্দটিকে কার্যকর করা হয়।
advertisement
এমসিসির নিয়ন্ত্রণকারী সংস্থা বলছে যে, বর্তমানে একজন বোলার যখন কোনও নন-স্ট্রাইকারকে রান আউট করবে, বিশেষ করে ওই প্লেয়ার যিনি অনেক দূরে ব্যাক আপ করছেন, তাঁকে আগের আনফেয়ার প্লে’র পরিবর্তে রান আউট হিসাবে বিবেচনা করা হবে। যদিও এই স্টেপ বেশ কয়েকজন বোলারের বিরুদ্ধেই ব্যবহার করা হয়েছিল তবে রাহুল মানকড়ের জন্য এ একান্ত ব্যক্তিগত ঘটনা ছিল। 'ম্যানকাডিং' শব্দটির ব্যবহার করা রাহুল মানকড়ের জন্য সবসময়ই আপত্তিকর ছিল। তাঁর মতে, এই ঘটনা আসলে তাঁর বাবার নামের চরম অপব্যবহার ছাড়া আর কিছু নয়।
advertisement
Rahul Mankad Rahul Mankad
রাহুল আরও জানান যে তিনি এমসিসি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (ICC) অনেকবার চিঠি লিখে এই রুলটি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, রাহুলও এই ডিসমিসাল মোডের সমর্থনকারী। সমস্যা হল যে এই ডিসমিসাল মোডকে বর্তমানে প্লে স্পিরিট দিয়ে ঢেকে রাখা হয়। ক্রিকেট গ্রাউন্ডের অন্যান্য বিষয়গুলিকে আন্ডারলাইন করে, রাহুল ক্রিকেট খেলায় অনৈতিক অনুশীলনের উপর বিরক্তি প্রকাশ করেছেন।
advertisement
এমসিসির ৪১.১৬ আইন অনুসারে, নন-স্ট্রাইকারকে রান আউট করার আইনটি এখন ৪১ (আনফেয়ার প্লে) থেকে ল নং ৩৮-এ (রান আউট) স্থানান্তরিত করা হয়েছে। যদিও ল’য়ের লিখিত শব্দচয়ন অপরিবর্তিত রয়েছে, তবে এই পদক্ষেপ পূর্বোক্ত ল’য়ের সঙ্গে সংযুক্ত সমস্ত কলঙ্ক দূর করেছে বলে মনে করা হচ্ছে।
advertisement
এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কর (Sunil Gavaskar) বলেছেন যে, তিনি আশা করেন ভারতীয় কিংবদন্তিদের নাম আর কলঙ্কিত হবে না এবং এই জাতীয় ডিসমিসাইলকে কেবল রান আউট বলা হবে। জানা গিয়েছে, গাভাসকরও রাহুলকে ম্যানকাডিং শব্দের বিলুপ্তির প্রচেষ্টাতে সমর্থন করেছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Mankading Rule: ক্রিকেটে আর থাকছে না ‘মানকাডিং’, কলঙ্ক ঘুচল ভারতীয় ক্রিকেট কিংবদন্তীর, বলছেন বিনু মানকড়ের ছেলে রাহুল
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement