Weight Loss: বাড়তি ওজন কমান ঘরোয়া উপায়ে, রইল তার বিস্তারিত খোঁজখবর
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Weight Loss Tips: ঘরোয়া উপায়ে ওজন কম করলে তাতে খরচ কম হয় এবং এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও হয় না।
#কলকাতা: বিশেষজ্ঞরা বলছেন ওজন কমাতে হলে ঘরোয়া উপায়েই করা উচিত। বাজারে ওজন কম করার অনেক সাপ্লিমেন্ট পাওয়া যায়। কিন্তু সেগুলো আদৌ অর্থনৈতিক দিক থেকে সাশ্রয়ী নয়। এ ছাড়া এগুলো শরীরের পক্ষে ভালও নয় (Weight Loss)।
ঘরোয়া উপায়ে ওজন কম করলে তাতে খরচ কম হয় এবং এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও হয় না। দেখে নেওয়া যাক, কী কী উপায়ে ওজন কম করা যেতে পারে (Weight Loss Tips)।
মধু ও লেবুর জল
advertisement
রান্নাঘরে সবচেয়ে সহজলভ্য দুটি উপাদান হল লেবু এবং মধু। এক গ্লাস গরম জলে, এক চতুর্থাংশ লেবু এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে রোজ পান করতে হবে। সঠিক ফলাফল পেতে কোনও বিরতি ছাড়াই এটি নিয়মিত গ্রহণ করা উচিত। লেবু এবং মধু পাচনতন্ত্রকে ডিটক্স করতে সাহায্য করে।
advertisement
ছাতু
ডাল গুঁড়ো করে ছাতু তৈরি হয়। ছাতুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। এর মধ্যে উপস্থিত ক্যালোরির পরিমাণও কম। তাই এটি খেলে ওজন কমে যেতে পারে। ছাতু বেশ খানিকক্ষণ পেট ভর্তি রাখে এবং এটি অত্যন্ত স্বাস্থ্যকর।
advertisement

রায়তা
দুপুরে বা রাত্রে খাবারের সঙ্গে রায়তা খাওয়ার চল আছে আমাদের দেশে। রায়তা তৈরি হয় দই দিয়ে। রায়তা হজম এবং বিপাক ক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করে। হজম দ্রুত হলে ওজনও কমে যায়।। রায়তায় রয়েছে ভাল ব্যাকটেরিয়া যা অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখার জন্য অপরিহার্য। রায়তার মধ্যে লাউ, মিষ্টি ছাড়া শুকনো বোঁদে ও শসা মিশিয়ে খাওয়া যেতে পারে।
advertisement
জিরের জল
রান্নাঘরে জিরে থাকে যা রান্নায় ব্যবহার করা হয়। কিন্তু জিরে যে ওজন কমাতেও সাহায্য করে সেটা অনেকেই জানেন না। সারারাত জিরে ভিজিয়ে রেখে সেই জল পান করা অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই ভাল এবং এই জল ওজন কমাতে সাহায্য করে।
advertisement
জোয়ান
সকাল বেলা জোয়ান চিবিয়ে খেলে শরীরের বাড়তি চর্বি তাড়াতাড়ি গলে যায়। ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন যে এই প্রক্রিয়া বাজারচলতি অনেক ওষুধ বা সাপ্লিমেন্টের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর ও কার্যকর। যে কোনও মিলের ঠিক ৩০ মিনিট আগে জোয়ান চিবিয়ে খাওয়া যেতে পারে। এক মাস জোয়ান খেলে এক থেকে দুই কেজি ওজন কমে যেতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 10:24 AM IST