CWC 2019: ‘ম্যাঞ্চেস্টারের রং নীল...’ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কী পোস্ট করলেন কোহলি ? দেখে নিন

Bangla Editor | News18 Bangla
Updated:Jun 28, 2019 11:47 AM IST
CWC 2019: ‘ম্যাঞ্চেস্টারের রং নীল...’ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কী পোস্ট করলেন কোহলি ? দেখে নিন
Photo Courtesy: Virat Kohli/Twitter
Bangla Editor | News18 Bangla
Updated:Jun 28, 2019 11:47 AM IST

#ম্যাঞ্চেস্টার: প্রথমে ব্যাট করে উইনিং স্কোরের কাছাকাছি রানটা পৌঁছে দেওয়া। তারপর শামি-বুমরাহের পেসে ওয়েস্ট ইন্ডিজকে ভেঙে ফেলা। ১২৫ রানে জিতে কার্যত সেমিফাইনালের টিকিট হাতে পেয়েই গেলেন বিরাটরা। রান-রেটে নিউজিল্যান্ডকে টপকে পয়েন্ট টেবলে দু’নম্বরে বিরাটরা। ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারানোর পর সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল ভারত ৷ স্বভাবতই খুশি টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি ৷ ম্যাচ শেষে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ভারতীয় সমর্থকদের সঙ্গে তোলা একটি ছবি পোস্টও করেন বিরাট ৷ সেখানে লেখা, ‘‘ফুটবলে কী হচ্ছে জানি না ৷ কিন্তু ম্যাঞ্চেস্টারের রং আজকে নীল ৷ এটা টিমের জয় ৷ ’’

স্লো-পিচে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। বিরাটের সিদ্ধান্তে ভ্রু কুঁচকেছেন অনেকেই। রান পেলেন না রোহিত। সেই সবেধন নীলমণি বিরাট ব্যাটেই ঘুরে দাঁড়ানো। আবার সেট হয়ে ফিরলেন রাহুল। ২ রানের জন্য ফসকালেন বিশ্বকাপের আরেকটা হাফ সেঞ্চুরি। ভারতের চার নম্বর হিসেবে তাঁকেই ধরা হয়েছিল। কিন্তু ব্যাট হাতে ভরসা দিতে ব্যর্থ বিজয় শঙ্কর। একই অবস্থা কেদার যাদবেরও। কোহলির পাশাপাশি অগত্যা ভরসা সেই বুড়ো ধোনিতেই। বিশ্বকাপে যার স্লো ইনিংস নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। ম্যাঞ্চেস্টারে জোড়া রেকর্ড করে কোহলি ফিরলেন ৭২-এ। আর ভারতীয় ইনিংসের শেষটা অ্যাঙ্কর ধোনি ও পাওয়ার হিটার পান্ডিয়ার হাতযশ। তার আগে অবশ্য হোপ স্ট্যাম্পিং মিস করায় জীবন পেলেন। স্লো শুরু করলেও খোলস ছেড়ে বেরোলেন শেষদিকে। আর ইনিংস শেষ করলেন ছয় মেরে। স্কোর সাত উইকেটে ২৬৮। মাহি অপরাজিত ৫৬। পান্ডিয়া ৩৮ বলে ৪৬।

রান তাড়ায় একবারের জন্য সেই পুরনো ওয়েস্ট ইন্ডিজের ছায়া দেখা যায়নি গেইলদের মধ্যে। বুমরাহ-শামির দাপটে প্রথম থেকেই দিশেহারা। যেখান থেকে আর বেরোন হল না ক্যারিবিয়ানদের। তৈরি হল না একটা পার্টনারশিপ। আর হাসতে হাসতে ম্যাচ পকেটে পুরল বিরাট ব্রিগেড। ভুবির বদলি হিসেবে নেমে আফগানিস্তানে ম্যাচে হ্যাটট্রিক-সহ চার উইকেট। আর দ্বিতীয় ম্যাচে গেইলদের নাচিয়ে চার শিকার। দুই ম্যাচ মিলিয়ে আট শিকার। জোড়া শিকার চাহাল-বুমরাহের। তবে চার উইকেট নেওয়া শামি নন। ম্যাঞ্চেস্টারের স্লো পিচে স্ট্রাইক রোটেট করে ম্যাচের সেরা কোহলিই।

First published: 11:47:54 AM Jun 28, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर