Benjamin Mendy : যৌন রাক্ষস বেঞ্জামিন মেন্ডি ! মহিলাদের ঘুমের মধ্যে ধর্ষণ করা ছিল নেশা

Last Updated:

Manchester City footballer Benjamin Mendy accused of raping 13 women. মহিলাদের ঘুমের মধ্যে ধর্ষণ করাই নেশা ছিল ম্যান সিটির মেন্দির

অভিনব কায়দায় ধর্ষণ করতেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার
অভিনব কায়দায় ধর্ষণ করতেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার
#লন্ডন: বড় বড় তারকা ফুটবলারদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন কিছু নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে রোনাল্ডিনহো, ওয়েন রুনি, গিগস - প্রচুর নামি ফুটবলারদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। কিন্তু তাই বলে ১৩ জন মহিলাকে ধর্ষণ - এটা বোধহয় সর্বকালীন রেকর্ড। ইংল্যান্ডের অন্যতম শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটির ফুটবলার বেঞ্জামিন মেন্দির বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন নিপীড়নের অভিযোগের শুনানি শুরু হয়েছে।
আরও পড়ুন - Sourav Ganguly on Virat Kohli : এশিয়া কাপে কোহলির বিরাট কামব্যাক দেখছেন সৌরভ, দিলেন পূর্ণ সমর্থন
সোমবার ছিল শুনানীর দ্বিতীয় দিন। অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তি হতে পারে জেল থেকে জামিনে বের হওয়া এই ফরাসি ফুটবলারের। ইংল্যান্ডের চেস্টার ক্রাউন আদালতে মেন্দি অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। দ্বিতীয় দিনের শুনানীতে মোট ১৩ জন নারী সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। সবাই মেন্দির বিরুদ্ধে কথা বলেছেন।
advertisement
advertisement
advertisement
কয়েকজন আদালতে অভিযোগের সমর্থনে প্রমাণও দাখিল করেছেন। সরকারি আইনজীবী আদালতে বলেছেন, মেন্দি যতটা ফুটবল খেলেন, তার চেয়েও বেশি মেয়েদের সঙ্গে অসভ্যতা করেন। উনি নিজেকে প্রচুর ক্ষমতাশালী মনে করেন। মেয়েদের ওপর বলপ্রয়োগ করেন। ধর্ষণ, যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটিয়ে থাকেন। তিনি মনে করেন ক্ষমতা দেখিয়ে শাস্তি থেকে বেঁচে যাবেন।
তদন্তকারীরা জানিয়েছেন, লুই সাহা মাতুরি নামের এক ব্যক্তির মাধ্যমে মেয়েদের ফাঁদে ফেলতেন মেন্দি। মেয়েদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে যৌন নিপীড়ন করতেন। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মাতুরিকে এ জন্য মোটা টাকাও দিয়েছেন মেন্দি।
advertisement
প্রমাণ হিসেবে ম্যানচেস্টার সিটির ফুটবলারের বাড়ির দরজার সিসিটিভির ফুটেজও আদালতে জমা দিয়েছেন তদন্তকারীরা। ছাড়া বাকি আটজন মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন মাতুরিকে। ২৮ বছরের ফরাসি ফুটবলারের বিরুদ্ধে আটবার ধর্ষণ, একবার যৌন নিপীড়ন এবং একবার ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রথম ৯টি অভিযোগের শুনানী আগেই শেষ হয়েছে। সব ক্ষেত্রেই মেন্দি অভিযোগ অস্বীকার করেছেন। এখনো কোনো রায় দেননি আদালত। আশা করা হচ্ছে, দশম অভিযোগের শুনানী প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ হবে। অপরাধ প্রমাণিত হলে মেন্দির ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Benjamin Mendy : যৌন রাক্ষস বেঞ্জামিন মেন্ডি ! মহিলাদের ঘুমের মধ্যে ধর্ষণ করা ছিল নেশা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement