Sourav Ganguly on Virat Kohli : এশিয়া কাপে কোহলির বিরাট কামব্যাক দেখছেন সৌরভ, দিলেন পূর্ণ সমর্থন

Last Updated:

Sourav Ganguly believes Virat Kohli will be at his best form in Asia Cup. এশিয়া কাপে কোহলির বিরাট কামব্যাক দেখছেন সৌরভ, দিলেন পূর্ণ সমর্থন

এশিয়া কাপের জবাব দেবেন বিরাট, আশাবাদী সৌরভ
এশিয়া কাপের জবাব দেবেন বিরাট, আশাবাদী সৌরভ
#মুম্বই: অধিনায়ক থাকাকালীন যেভাবে ব্যর্থতার পরেও সতীর্থ ক্রিকেটারদের পাশে দাঁড়াতেন, যেভাবে মোটিভেট করতেন সেই অভ্যাস একই রয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়র। হাজার চেষ্টা করেও বিরাট কোহলি নিয়ে তার মুখ থেকে খারাপ মন্তব্য বার করতে পারেননি কেউ। সৌরভ ভরসা রেখে চলেছেন এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যানের ওপর।
আরও পড়ুন - ATK Mohun Bagan : ফিফার কোপে এএফসি কাপ খেলা হচ্ছে না মোহনবাগানের, রেগে লাল সবুজ মেরুন
আগামী ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করছে ভারত। সেই প্রতিযোগিতাতেই ছন্দে ফিরবেন বিরাট কোহলি। আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, বিরাটের রানে ফেরা সময়ের অপেক্ষা। প্রায় তিন বছর কোনও শতরান নেই তার ব্যাটে।
advertisement
advertisement
ইংল্যান্ড সফর থেকে ভারতীয় দল দেশে ফেরার পর আর ক্রিকেট খেলেননি কোহলি। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। রান না পাওয়া সত্ত্বেও ঘন ঘন বিশ্রাম দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে সৌরভ এ সব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এক ওয়েবসাইটে তিনি বলেছেন, ও ভাল করে অনুশীলন শুরু করেছে। এর পর বেশি ম্যাচ খেলুক।
advertisement
কোহলি বড় মাপের ক্রিকেটার এবং অনেক রান করেছে। আশা করি এশিয়া কাপেই ওর প্রত্যাবর্তন হবে। অনেক দিন ধরেই শতরান করতে পারছে না। এশিয়া কাপে ছন্দ ফিরুক এটাই চাই। এশিয়া কাপে কোহলীর গড় ৬০-এর উপরে। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি রানও রয়েছে তাঁর।
কোহলি এবার সেই রান সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারবেন বলে আশাবাদী সৌরভ। এ দিন তিনি উত্তর দিয়েছেন আইসিসি-র সভাপতি হওয়া নিয়েও। সৌরভ বলেছেন, চার দিকে যা রটছে তা নেহাতই জল্পনা। কোনওটাই সঠিক খবর নয়। এত তাড়াতাড়ি এগুলো হয় না। পুরোটাই বিসিসিআই এবং সরকারের উপর নির্ভর করছে।
advertisement
আপাতত এশিয়া কাপে ভারতের পারফরমেন্স নিয়ে চিন্তিত সৌরভ। তবে তিনি আশাবাদী টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাসিড টেস্ট হিসেবে এই মঞ্চ কাজে লাগাবেন ভারতীয় ক্রিকেটাররা।
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly on Virat Kohli : এশিয়া কাপে কোহলির বিরাট কামব্যাক দেখছেন সৌরভ, দিলেন পূর্ণ সমর্থন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement