Mumbai Indians : সিনিয়র জুনিয়র কম্বিনেশনে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে স্বপ্ন দেখাচ্ছেন রোহিত শর্মা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Mumbai Indians team perfect balance of youth and experience in IPL 2022. সিনিয়র জুনিয়র কম্বিনেশনে মুম্বই ইন্ডিয়ান্সকে স্বপ্ন দেখাচ্ছেন রোহিত শর্মা
#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাকটিসে গতবারের ব্যর্থতা ভোলাতে ক্রিকেটারদের নতুনভাবে উজ্জীবিত করলেন হেড কোচ মাহেলা জয়বর্ধনে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স গতবার নিজেদের প্রমাণ করতে পারেনি। সকলকে অবাক করে দিয়ে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল তারা। এবার অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে ভারসাম্য যুক্ত দল গড়ার চেষ্টা করেছে মুম্বই ইন্ডিয়ান্স।
অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও, পোলার্ড, সূর্যকুমার, বুমরাহ তো ছিলেনই। নতুনদের মধ্যে টিম ডেভিড, দক্ষিণ আফ্রিকার ব্রেভিসদের দলে নেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ বোলার জয়দেব উনাদকাটকেও নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর মাত্র দুই সপ্তাহের কিছু অধিক সময় বাকি, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের এবারের মরশুম।
advertisement
advertisement
তার আগে বুধবার (১৬ মার্চ) নিজেদের অনুশীলনে নেমে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই গতবার নক আউটে পৌঁছতে পারেনি। তাই এ মরশুমে নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে পল্টনরা। মরশুম শুরুর আগে বুধবারই ছিল মুম্বইয়ের প্রথম অনুশীলন সেশন। সেখানে দলের কোচ মাহেলা জয়বর্ধনে নতুন-পুরনো, অনুশীলনে উপস্থিত সকল খেলোয়াড়দের স্বাগত জানান।
advertisement
No better way to start your Day 1⃣ in training than with some motivation from the Master𝗠𝗜nd himself! 🗣️😎#OneFamily #MumbaiIndians @MahelaJay MI TV pic.twitter.com/kdra52w0kV
— Mumbai Indians (@mipaltan) March 16, 2022
মুম্বইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিয়োয় জয়বর্ধনকে বলতে শোনা যায়, স্বাগত। আমি জানি এটা অনেকের জন্যই সরকারিভাবে প্রথম মরশুম। কয়েকজন আগেও আমাদের সঙ্গে ছিল, তবে বেশিরভাগই নতুন মুখ। সুতরাং, তাদের বলব একটা সেশনে যা যা করণীয় সবকিছু কর। তারপর কিছু অসুবিধা বা প্রয়োজন হলে জানিও। সকলে মিলে ব্যাটিং, বল, ফিল্ডিং, আরও যা যা সম্ভব সেই বিষয়ে কাজ করা যাক।
advertisement
মুম্বইয়ের সাপোর্ট স্টাফ কিন্তু বিশ্বমানের। জয়বর্ধনে তো আছেনই, তাছাড়া সচিন তেন্ডুলকর, জাহির খানের মতো কিংবদন্তিরাও মুম্বই ডাগ আউটে উপস্থিত থাকবেন। তাই জয়বর্ধনে সবাইকে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি সাপোর্ট স্টাফদের থেকে যা যা দরকার, সব বিষয়ে সাহায্য নিয়ে তাদের কাজে লাগানোর পরামর্শ দেন। এই স্কোয়াডটা খুবই প্রতিভাবান। কঠোর পরিশ্রম করে মরশুমে দলগত ও ব্যক্তিগতভাবে উন্নতি ঘটানোর চেষ্টা করব।
advertisement
দলের অধিনায়ক রোহিত শর্মা এখন ভারতীয় দলের অধিনায়ক। দুর্ধর্ষ রেকর্ড রোহিতের। তিনি নিজেও জানেন টিম ম্যানেজমেন্ট এবার ভাল ফল করতে মরিয়া। তাই রোহিতকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে আবার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2022 5:39 PM IST