KL Rahul: হারের পর মাঠেই রাহুলকে ধমক গোয়েঙ্কার! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KL Rahul: সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনউ সুপার জায়ান্টসের শোচনীয় পরাজয়। তারপরই মাঠে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার অধিনায়ক কেএল রাহুলকে তুমুল ভর্ৎসনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে
সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনউ সুপার জায়ান্টসের শোচনীয় পরাজয়। তারপরই মাঠে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার অধিনায়ক কেএল রাহুলকে তুমুল ভর্ৎসনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। শুধু কেএল রাহুলের ফ্যানেরাই নয়, জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারছেন না ক্রিকেট প্রেমি নেটিজেনরা। সঞ্জীব গোয়েঙ্কার আচরণের তুমুল সমালোচনা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।
বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ ও লখনউ। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৫ রান করে লখনউ। জবাবে ট্রেভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে ৯.৪ ওভারে রেকর্ড গড়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এসআরএইচ। ম্যাচ হারে পরউ মাঠে নেমে লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা কেএল রাহুলের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। যেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
advertisement
ভিডিওতে দেখা যায় মাঠে নেমে কেএল রাহুলের সঙ্গে হাত নেড়ে একের পর এক কথা বলতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কাকে। কিছু বোঝানোর চেষ্টা বা খেলা-অধিনায়কত্ব নিয়ে রাহুলকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। রাহুল প্রথম দিকে সঞ্জীব গোয়েঙ্কাকে বোঝানোর চেষ্টা করলেও পরের দিকে চুপচাপ কথা শুনতে দেখা যায়। পরে কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও বেশ কিছু কথা বলেন সঞ্জীব।
advertisement
advertisement
KL Rahul’s potential is epic, but somehow he never clicked at T20’s the way he should have. At 32 it’s now tough to reinvent, but one never knows. But this public drubbing by Goenka is despicable. Also the faces his wife (I assume) was making is patheticpic.twitter.com/mq7kEP8MPO
— Rana. (@bladeit) May 9, 2024
advertisement
আরও পড়ুনঃ KKR News: প্লেঅফের আগে শক্তি বাড়ছে কেকেআরের, দলে যোগ দিচ্ছেন তারকা বিদেশি! খুশি নাইট শিবির
এই ভিডিও দেখার পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। একজন দলের মালিকের এমন আচরণ মেনে নিতে পারেননি কেউই। খেলা নিয়ে কিছু বলতেই পারেন দের মালিক, তবে বিষয়টি ড্রেসিং রুমে হওয়া উচিত ছিল বলে মনে করেন নেটিজেনরা। মাঠের মধ্যে একজন একজন জাতীয় দলের ক্রিকেটারের এমনভাবে কথা বলা অপমান হিসেবেই দেখছেন সকলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2024 2:07 PM IST