LSG vs MI: লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হার্দিকের, বলে ইতিহাস গড়ার পর, শেষবেলায় ব্যাট হাতে ধামালেও শেষরক্ষা হল না, জয় লখনউয়ের

Last Updated:

LSG vs MI: হার্দিকের পাঁচ উইকেট, মিচেল মার্শের ঝোড়ো ধামাকা, আইপিএল ২০২৫ এ জমজমাট শুক্রবার, শেষ ওভারে কামাল এলএসজি বোলার আভেশ খানের৷

এলএসজি বনাম এমআই হাড্ডাহাড্ডি ম্যাচ
এলএসজি বনাম এমআই হাড্ডাহাড্ডি ম্যাচ
লখনউ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ৷ শুক্রবার লখনউতে দুই দলই একে অপরকে দিল সমানে সমানে টক্কর৷ ব্যাটে মিচেল মার্শ, মার্করমের এলএসজি জার্সিতে ব্যাট হাতে পারফরম্যান্স , মুম্বইয়ের জার্সিতে প্রথমবার পাঁচ উইকেটের কৃতিত্বের ইতিহাস গড়া হার্দিকের পর দ্বিতীয় ইনিংসে নমন ধীর ও সূর্যকুমারের লড়াই সব মিলিয়ে জমজমাট আইপিএল ম্যাচ৷ লড়াইয়ের শেষে ম্যাচ জিতল ৷ ২০৪ তাড়া করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ তেই শেষ হল মুম্বইয়ের ইনিংস৷ লখনউ জিতল ১২ রানে৷
শুক্রবার আইপিএলের ম্যাচে লড়াই ছিল পয়েন্ট টেবলের ৬ নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্স বনাম ৭ নম্বরে থাকা লখনউ সুপার জায়ন্টসের৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেখানে লখনউ সুপার জায়ন্টস ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান করে৷
শুরুটা অবশ্য এদিন মন্দ করেনি লখনউ সুপার জায়ন্টস৷ প্রথম উইকেট তারা হারায় ৭৬ রানে৷ ৩১ বলে ৬০ রানের ধামাকা ইনিংস খেলেন মিচেল মার্শ৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৯ টি চার ও ২ টি ছক্কা দিয়ে৷ অন্য ওপেনার মার্করমও দারুণ পারফর্ম করেন৷ তাঁর অবদান ৩৮ বলে ৫৩৷ তাঁর ইনিংসে ছিল ২ টি চার ও ৪ টি ছক্কা৷
advertisement
advertisement
তবে তাড়াতাড়ি ফেরেন নিকোলাস পুরান, ফের ফ্লপ  সেখানে অধিনায়ক পন্থ৷ তাঁর অবদান মাত্র ২ রান৷ এদিন যখন পন্থ ব্যাট করতে নামেন তখন এলএসজি -র স্কোর ২ উইকেটে ৯১৷ ফলে কোনও বাড়তি চাপও ছিল না অধিনায়কের ওপর৷ খেলা গড়িয়েছিল ৯ ওভারে ফলে ধীরে সুস্থে ফর্মে ফেরার আইডিয়াল সুযোগ ছিল পন্থের সামনে৷ মাত্র ৭ ওভারে মার্করম ও মিচেল মার্শ ৭৬ রান করে ফেলেছিলেন৷ কিন্তু ‘কপালের নাম গোপাল’- নিজের ব্যাডপ্যাচ এদিনও কাটিয়ে উঠতে পারলেন না তিনি৷
advertisement
আয়ুষ বাদোনি ১৯ বলে ৩০ রান করেন, ১৪ বলে ২৭ করেন ডেভিড মিলার৷ ২০ ওভারে ৮ উইকেটে ২০২৩ রানে শেষ হয় এলএসজি-র ইনিংস৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সফলতম বোলার অধিনায়ক হার্দিক পান্ডিয়া তিনি নেন ৫ উইকেট৷
advertisement
এদিকে রান তাড়া করতে নেমে রোহিত শর্মা বিহীন মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি ফ্লপ৷ ১৭ রানের মধ্যে দু উইকেট হারায় হার্দিক পান্ডিয়ার দল৷ উইল জ্যাকস ৫ ও রিকেলটন ১০ রান করেন৷ দুই ওপেনারকে হারিয়ে যখন চাপে মুম্বই তখন নমন ধীর দারুণ ইনিংস খেলেন৷ ২৪ বলে ৪৬ রান করেন তিনি৷
advertisement
এরপর খেলা চালিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব ও তিলক ভর্মা৷ সূর্য কুমার ৪৩  বলে ৬৭ রান করে আউট হন স্কাই৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৯ টি চার ও ১ টি ছক্কা দিয়ে৷ এদিকে শেষবেলায় রান তাড়ার চাপ না নিতে পেরে রিটায়ার্ড আউট নিয়ে নেন তিলক ভর্মা৷ সেই সময়ে তাঁর উল্টোদিকে ক্রিজে ছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া৷ তবে হার্দিক মরিয়া চেষ্টা করলেও দলকে জয় এনে দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
LSG vs MI: লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হার্দিকের, বলে ইতিহাস গড়ার পর, শেষবেলায় ব্যাট হাতে ধামালেও শেষরক্ষা হল না, জয় লখনউয়ের
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement