Lovlina: লভলিনার সোনা, বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে চারে চার ভারতীয় মেয়েদের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: চারে চার। এটাই স্লোগান ভারতের মহিলা বক্সারদের। দিল্লিতে পৃথিবীর সাক্ষী থাকলে ভারতীয় মেয়েদের ঘুষির তাকতের। অস্ট্রেলিয়া, চিন, মঙ্গোলিয়া, ভিয়েতনাম কেউ টিকতে পারল না ভারতীয় মেয়েদের কাছে। একচ্ছত্র রাজত্ব চালাল মহিলা বক্সাররা। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন অ্যান পার্কারকে হারালেন লভলিনা বরগোঁহাই।
আরও পরুন- মেরি কমকে স্পর্শ করলেন নিখাত জারিন, ভারতের মেয়ের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় সোনা
ভারতের ঘরে চতুর্থ সোনা চলে এল। যে চার জন ফাইনালে উঠেছিলেন, প্রত্যেকেই সোনা জিতলেন। অলিম্পিক্সের পর এ বার বিশ্বসেরা হয়ে গেলেন লভলিনা। স্প্লিট সিদ্ধান্ত ৫-২ জিতলেন লভলিনা। প্রথম রাউন্ডে অনেকটা এগিয়ে জিতে নেন তিনি। দ্বিতীয় রাউন্ডে কামব্যাক করেন অস্ট্রেলিয়ান বক্সার।
advertisement
Indian boxer Lovlina Borgohain wins her maiden World Championships Gold Medal defeating Australia's Caitlin Parker by 5-2. pic.twitter.com/MgAh5AG9Cq
— ANI (@ANI) March 26, 2023
advertisement
তবে নিজের ভুল শুধরে নিয়ে এবং স্ট্র্যাটেজি বদল করে লভলিনা ফিরে এলেন শেষ রাউন্ডে। রিং এর চারিদিকে দৌড় গড়িয়ে হাঁফ ধরিয়ে দিলেন প্রতিপক্ষকে। তারপর সুযোগ বুঝে একের পর এক পাঞ্চ। পার্কার আর প্রতিরোধ করতে পারেননি। ৭০-৭৫ কেজি বিভাগে অসমের মেয়ে যে বিশ্বসেরা সেটা প্রতিষ্ঠা করে দিলেন দিল্লিতে। প্যারিস অলিম্পিকে লভলিনার লক্ষ্য এবার সোনার পদক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 8:48 PM IST