'সচিনের পর আমিই ঈশ্বর, কে গিল?' এসব কী কথা বলছেন বিরাট কোহলি! ভয়ঙ্কর ভিডিও
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli fake AI generated video- এআই কতটা ভয়ানক, দেখে নিন। এবার বিরাট কোহলির ফেক ভিডিও। সেখানে তাঁকে সতীর্থ শুভমান গিলকে নিয়ে একের পর এক বিতর্কিত কথা বলতে শোনা যাচ্ছে। তবে সবটাই মিথ্যে।
মুম্বই: কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি অভিশাপ? এই নিয়ে তর্কের শেষ নেই। তবে এআই-এর খারাপ দিক যে ভয়াবহ, তা একটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
সারা দেশে AI ব্যবহার শুরু হয়েছে। আর এই এআই-এর অপব্যবহারও বাড়ছে সঙ্গে। কাজ সহজ করার এআই কাজে লাগাতে চাইছে মানুষ। তবে তাতে পাল্লা দিয়ে বিপদ বাড়ছে।
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এআই জেনারেটেড একটি ভিডিও। আর সেই ভিডিও বিরাট কোহলির। বিরাট টিম ইন্ডিয়ার আরেক ক্রিকেটার শুভমন গিলকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন। সেই ভিডিও দেখলে যে কেউ চমকে যাবেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ইউএস ওপেনে ম্যাচ জিতেও এই খোলায়ার পাচ্ছেন না পুরস্কার মূল্য,কারণ জানলে অবাক হবেন
বিরাট কোহলি কোনও তরুণ ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন, তা কেউ স্বপ্নেও হয়তো ভাববেন না! তাই অনেকেই নিজের কানে শোনা কথাগুলো বিশ্বাস করতে পারছেন না। অনেকে আবার ভাবছেন, এই ধরণের মিথ্যে ভিডিও বিরাট কোহলির ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। তবে অনেকে আবার বলছেন, বিরাট কোহলি এমন কথা বলবেন, তা কেউ বিশ্বাস করবেন না।
advertisement
AI is Dangerous pic.twitter.com/njUvwiwc4t
— Cricketopia (@CricketopiaCom) August 27, 2024
সেই ভিডিয়োতে ঠিক কী কী বলেছেন বিরাট কোহলি? এআই জেনারেটেড ভিডিওতে বিরাট কোহলির গলার স্বর হুবহু নকল করা হয়েছিল। বিরাট বলছেন, অনেকে পরবর্তী বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করছে। আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই। বিরাট কোহলি একজনই। আমি বিশ্বের সেরা বোলারদের কঠিন পরিস্থিতিতে এক দশকেরও বেশি সময় ধরে খেলেছি। কেউ কয়েকটা ভালো ইনিংস খেললেই আমার সমকক্ষ হয়ে যায় না।
advertisement
আরও পড়ুন- সৌরভ, দ্রাবিড়ের সঙ্গে খেলা ক্রিকেটার এখন এসবিআই-এর কর্মী! এই ক্রিকেটারকে চেনেন?
কোহলির ফেক ভিডিওতে আরও বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটে একজন ঈশ্বর। সচিন তেন্ডুলকর. তার পরেই আমি। কে গিল! ওকে এই জায়গায় পৌঁছনোর আগে অনেক দূর যেতে হবে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 29, 2024 2:08 PM IST