Litton Das: ধোনির বিশেষ পরামর্শ পেলেন লিটন দাস, রিঙ্কু! স্বপ্ন সফল দুই নাইটের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: রবিবার ইডেনে সবে শেষ হয়েছে কেকেআর বনাম চেন্নাই ম্যাচ। মাঠের একপাশে দেখা গেল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দাঁড়িয়ে আলাদা করে কথা বলছেন লিটন দাস এবং রিঙ্কু সিং। অন্তত চার থেকে পাঁচ মিনিট দুজনের সাথে কথা বললেন ধোনি। নিঃসন্দেহে দুজনকেই যে ম্যাচ ফিনিশ করা নিয়ে টিপস দিয়েছেন মাহি সেটা বোঝা গেছে। বাংলাদেশের লিটন নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন।
তলায় লিখেছেন সেরা ফিনিশারের কাছ থেকে নেওয়া টিপস। অন্যদিকে রিঙ্কু আবার একটা হাফ সেঞ্চুরি করেছিলেন বটে, কিন্তু দলকে জেতাতে পারেননি। তিনি নিজের খেলার উন্নতি কিভাবে করবেন সেটাই জিজ্ঞেস করেছিলেন মাহিকে। নিজের অভিজ্ঞতার সমুদ্র থেকে দুজনকেই যাবতীয় পরামর্শ দিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন।
Learning from the best. MSD the legend of the game! 🙏🏻💜💛#TATAIPL2023 pic.twitter.com/YDMjI0HjyV
— Litton Das (@LittonOfficial) April 24, 2023
advertisement
advertisement
মনে করা হচ্ছে এবারই তাঁর শেষ আইপিএল। তাঁর কথাতেও তেমনটাই ইঙ্গিত মিলেছে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে ক্যাপ্টেন কুল তেমনটা জানাননি। রবিবারের ম্যাচে ইডেনকে দেখে একবারের জন্যও মনে হয়নি চেন্নাই সুপার কিংস এখানে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে। মনে হচ্ছে চিপকেই খেলছেন ধোনি, জাদেজারা।
এমনটা দেখে স্বাভাবিক ভাবেই অবাক প্রত্যেকে। ম্যাচ শেষে তাই কলকাতার সমর্থককে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ধোনি। লিটন একটা ম্যাচ সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছিলেন। পরে আবার সুযোগ পান কিনা সেটাই দেখার। তবে কেকেআরের হয়ে সুযোগ পান বা নাই পান, ধোনির এই পরামর্শ তাকে বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপে পারফর্ম করতে সাহায্য
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 9:04 PM IST