Hooghly News: ৭ বছর বয়সী খুদের পাঞ্চে কাত সবাই, ১ মিনিটে ৪৮০ বার, নাম উঠল রেকর্ড বুকে

Last Updated:

Hooghly News: ৪৮০ টা বৈধ পাঞ্চের জন্য রেকর্ড হয় আরাত্রিকার। গত মঙ্গলবার সেই শংসাপত্র হাতে পায়।স্বভাবতই মেয়ের সাফল্যে খুশি বাবা-মা কোচ থেকে পরিবারের সকলে।

+
এক

এক মিনিটের ৪৮০ পাঞ্চ আরাত্রিকার

হুগলি: হাত চলে বন্দুকের গুলির থেকেও দ্রুত। মাত্র ৭ বছর বয়সী ক্ষুদে মেয়ের মার্সাল আর্টের প্রতিভা দেখলে তাক লেগে যায় সাধারণ মানুষের। এক মিনিটে ৪৮০ বার পাঞ্চ করে নতুন রেকর্ড নিজের নামে নথিভুক্ত করেছে সাত বছরের ছোট্ট মেয়ে আরাত্রিকা চক্রবর্তী। এই বয়সেই এক মিনিটে সবচেয়ে দ্রুত পাঞ্চ করার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এশিয়া বুক অফ রেকর্ডস নিজের নামে করেছে আরাত্রিকা চক্রবর্তী।
মগড়ার গজঘণ্টা বকুলতলার বাসিন্দা ছোট্টো আরাত্রিকা নাচ গান কবিতা আঁকার পাশাপাশি ক্যারেটেও শেখে। তার ক্যারাটেতে আগ্রহ দেখে মা বাবা মৈত্রী ও অভিষেক চক্রবর্তী মেয়েকে উৎসাহ দেন। তিন বছর বয়সে ক্যারাটেতে ভর্তি করেন স্থানীয় ক্যারাটে কোচিং ক্যাম্পে।
advertisement
advertisement
গত বছর দুটি প্রতিযোগিতায় সোনা জেতে আরাত্রিকা। সম্প্রতি রেকর্ডের জন্য আবেদন করেন তার বাবা। কোচ শংকর রাউত ও সঞ্জয় দাসের তত্ত্বাবধানে চলতে থাকে কঠোর অনুশীলন। টার্গেট ছিল মিনিটে ৩৫০ পাঞ্চ আরাত্রিকা ৬৯০ টা পাঞ্চ রেকর্ড করে। ভিডিও পাঠানো হয় ইন্ডিয়া এবং এশিয়া রেকর্ডসে।
৪৮০ টা বৈধ পাঞ্চের জন্য রেকর্ড হয় আরাত্রিকার। গত মঙ্গলবার সেই শংসাপত্র হাতে পায়।স্বভাবতই মেয়ের সাফল্যে খুশি বাবা-মা কোচ থেকে পরিবারের সকলে। বাবা অভিষেক চক্রবর্তী বলেন, মেয়ের ইচ্ছা দেখে রেকর্ডের জন্য গত এপ্রিল মাসের শেষের দিকে আবেদন করি।অ্যাপ্রুভাল পাওয়ার পর গত ২৩ শে জুন বিডিও পাঠাই। শংসাপত্র মেডেল রেকর্ড বুক গতকালই এসে পৌঁছায় বাড়িতে।পড়াশোনার পাশাপাশি মেয়ে খেলাধূলা করতে চাইলে সেটাই করতে দিই কোনও চাপ নেই।
advertisement
Rahi Halder
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Hooghly News: ৭ বছর বয়সী খুদের পাঞ্চে কাত সবাই, ১ মিনিটে ৪৮০ বার, নাম উঠল রেকর্ড বুকে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল ! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস
সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টি
  • সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল !

  • দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই

  • উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস

VIEW MORE
advertisement
advertisement