Heart Attack Cause: হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ায় শুধু তেল-চর্বি নয়, আরও ৬ সাধারণ খাবার!

Last Updated:
Heart Attack Cause: ভাজা খাবার নয়, প্রতিদিন খাওয়া কিছু সাধারণ খাবারও নীরবে বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি—জানালেন ভাসকুলার সার্জন।
1/10
হার্ট অ্যাটাক মানেই অনেকের মনে প্রথমে আসে তেল-চর্বিতে ভাজা খাবারের কথা। কিন্তু চিকিৎসকদের মতে, শুধু ভাজাভুজিই নয়— আরও কিছু সাধারণ খাবারই নীরবে বাড়িয়ে দিচ্ছে হৃদ্‌রোগের আশঙ্কা।
হার্ট অ্যাটাক মানেই অনেকের মনে প্রথমে আসে তেল-চর্বিতে ভাজা খাবারের কথা। কিন্তু চিকিৎসকদের মতে, শুধু ভাজাভুজিই নয়— আরও কিছু সাধারণ খাবারই নীরবে বাড়িয়ে দিচ্ছে হৃদ্‌রোগের আশঙ্কা।
advertisement
2/10
সম্প্রতি এক প্রতিবেদনে ভাসকুলার সার্জন ডা. সুমিত কপাডিয়া জানিয়েছেন, এমন ৬টি খাবার রয়েছে, যেগুলি নিয়মিত খেলে হার্টের রক্তনালিতে ক্ষতি হয়, বাড়ে ব্লকেজ ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা।
সম্প্রতি এক প্রতিবেদনে ভাসকুলার সার্জন ডা. সুমিত কপাডিয়া জানিয়েছেন, এমন ৬টি খাবার রয়েছে, যেগুলি নিয়মিত খেলে হার্টের রক্তনালিতে ক্ষতি হয়, বাড়ে ব্লকেজ ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা।
advertisement
3/10
কোন কোন খাবার বিপজ্জনক?প্রসেসড মাংস ও খাবার – সসেজ, স্যালামি, কাবাব বা অতিরিক্ত চর্বিযুক্ত মাংস জাতীয় খাবারে থাকে প্রচুর সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট।
কোন কোন খাবার বিপজ্জনক?প্রসেসড মাংস ও খাবার – সসেজ, স্যালামি, কাবাব বা অতিরিক্ত চর্বিযুক্ত মাংস জাতীয় খাবারে থাকে প্রচুর সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট।
advertisement
4/10
ভাজা রাস্তার খাবার – বারবার ব্যবহৃত তেলে তৈরি সমোসা, পাকোড়া, পুরি বা ফ্রেঞ্চ ফ্রাইয়ে তৈরি হয় ট্রান্স ফ্যাট, যা ধমনী বন্ধ করে দেয়।
ভাজা রাস্তার খাবার – বারবার ব্যবহৃত তেলে তৈরি সমোসা, পাকোড়া, পুরি বা ফ্রেঞ্চ ফ্রাইয়ে তৈরি হয় ট্রান্স ফ্যাট, যা ধমনী বন্ধ করে দেয়।
advertisement
5/10
ময়দা ও পরিশোধিত কার্বোহাইড্রেট – সাদা পাউরুটি, বিস্কুট, পাফ, নান বা পাউ জাতীয় খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়।
ময়দা ও পরিশোধিত কার্বোহাইড্রেট – সাদা পাউরুটি, বিস্কুট, পাফ, নান বা পাউ জাতীয় খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়।
advertisement
6/10
চিনিযুক্ত পানীয় ও প্যাকেট জুস – কোলা, এনার্জি ড্রিঙ্ক, প্যাকেট ফলের রস বা ফ্লেভারড লস্যি হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়।
চিনিযুক্ত পানীয় ও প্যাকেট জুস – কোলা, এনার্জি ড্রিঙ্ক, প্যাকেট ফলের রস বা ফ্লেভারড লস্যি হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়।
advertisement
7/10
অতিরিক্ত নোনতা খাবার – আচার, পাপড়, নুডলস, চিপস বা নামকিনে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয়।
অতিরিক্ত নোনতা খাবার – আচার, পাপড়, নুডলস, চিপস বা নামকিনে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয়।
advertisement
8/10
আল্ট্রা-প্রসেসড ফুড – ইনস্ট্যান্ট নুডলস, রেডি-টু-ইট খাবার, ফ্রোজেন পরোটা বা সস জাতীয় খাবারে থাকে গোপন ফ্যাট, চিনি ও প্রিজারভেটিভ।
আল্ট্রা-প্রসেসড ফুড – ইনস্ট্যান্ট নুডলস, রেডি-টু-ইট খাবার, ফ্রোজেন পরোটা বা সস জাতীয় খাবারে থাকে গোপন ফ্যাট, চিনি ও প্রিজারভেটিভ।
advertisement
9/10
ডা. কপাডিয়া জানিয়েছেন, “প্রতিদিন এই ধরনের খাবার খেলে হার্টের ক্ষতি হয় বুঝতেই পারি না। গবেষণায় দেখা গিয়েছে, প্রতিটি সার্ভিং ‘আল্ট্রা-প্রসেসড ফুড’ খাওয়ার সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।”
ডা. কপাডিয়া জানিয়েছেন, “প্রতিদিন এই ধরনের খাবার খেলে হার্টের ক্ষতি হয় বুঝতেই পারি না। গবেষণায় দেখা গিয়েছে, প্রতিটি সার্ভিং ‘আল্ট্রা-প্রসেসড ফুড’ খাওয়ার সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।”
advertisement
10/10
কীভাবে কমাবেন ঝুঁকি?বিশেষজ্ঞদের পরামর্শ, যতটা সম্ভব ঘরে তৈরি খাবার খাওয়া, তাজা শাকসবজি, ফল, ডাল ও সম্পূর্ণ শস্যের ব্যবহার বাড়ানো দরকার। চিনিযুক্ত বা প্রসেসড খাবার যত কম সম্ভব রাখুন দৈনন্দিন ডায়েটে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
কীভাবে কমাবেন ঝুঁকি?বিশেষজ্ঞদের পরামর্শ, যতটা সম্ভব ঘরে তৈরি খাবার খাওয়া, তাজা শাকসবজি, ফল, ডাল ও সম্পূর্ণ শস্যের ব্যবহার বাড়ানো দরকার। চিনিযুক্ত বা প্রসেসড খাবার যত কম সম্ভব রাখুন দৈনন্দিন ডায়েটে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement