গোটা লাতিন আমেরিকার জনসংখ্যার থেকে বেশি মেসির সোশ্যাল মিডিয়া ভক্ত! অনন্য রেকর্ড ম্যাজিশিয়ানের

Last Updated:

Lionel Messi social media followers more in number in comparison to total South American population. লাতিন আমেরিকার জনসংখ্যার থেকে বেশি মেসির সোশ্যাল মিডিয়া ভক্ত!

মেসির এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
মেসির এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
#রোজারিও: বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মেসিকে টেক্কা রোনাল্ডোর। সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সংখ্যায় মেসিকে পিছনে ফেলে শীর্ষস্থানে রোনাল্ডো। দ্বিতীয়স্থানেই মেসি। লিওনেল মেসির অনুগামীর সংখ্যা গোটা দক্ষিণ আমেরিকার জনসংখ্যার চেয়ে বেশি। তার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনুগামীর সংখ্যা ৪৭ কোটি ৬০ লক্ষ।
অর্থাৎ যার থেকে বোঝা যায় বিশ্বব্যাপী তার  অবিশ্বাস্য জনপ্রিয়তা ও প্রভাব। আর্জেন্টিনার বর্তমানে জনসংখ্যা ৪ কোটি ৫৮ লক্ষ। অর্থাৎ মেসির অনুগামীদের সংখ্যা আর্জেটিনার জনসংখ্যার ১০ গুন।  আর্জেন্টাইন তারকা আর্জেন্টিনার পাশাপাশি স্পেন, ফ্রান্সে ফুটবল খেলেছেন। এই সব দেশের জনসংখ্যা যোগ করলে দাঁড়ায় ১৬ কোটি ৬ লক্ষ ( আর্জেন্টিনা ৪ কোটি ৫৮ লক্ষ, স্পেন ৪ কোটি ৭৩ লক্ষ, ফ্রান্স ৬ কোটি ৭৫ লক্ষ )।
advertisement
advertisement
মেসির অনুগামীর সংখ্যা এর থেকে ৩০ কোটি বেশি। গোটা দক্ষিণ আমেরিকার জনসংখ্যা ৪৩ কোটি ৯০ লক্ষ। ফলে মেসির সঙ্গে আছেন গোটা দক্ষিণ আমেরিকার থেকেও প্রায় ৪ কোটি বেশি মানুষ। ফলে হলফ করে বলাই যায় মেসির হাতেই এবারের বিশ্বকাপ উঠুক তা বিশ্বের কোটি কোটি মেসি পাগল মানুষ চাইছেন।
advertisement
মেসির দেশের সতীর্থ পাওলো ডাইবালা কাতার বিশ্বকাপে খেলতে চলা বিশ্বের অষ্টম জনপ্রিয় ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীর সংখ্যা ৬ কোটি ৮৯ লক্ষ। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই বিশ্বকাপে নামতে চলা সবচেয়ে জনপ্ৰিয় ও প্রভাবশালী তারকা। সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীর সংখ্যা ৭৪ কোটি ৭১ লক্ষ, যা মেসির তুলনায় ২৭ কোটি ১১ লক্ষ বেশি।
advertisement
বিশ্বকাপ কার হাতে উঠবে বা কাতারে দুজনের মধ্যে কে বেশি নজর কাড়বে, তা সময়ই বলবে, কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জনপ্রিয়তার দিক থেকে মেসিকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো, তা নি:সন্দেহে বিশ্বকাপে সিআরসেভেনকে সেরা পারফরম্যান্স দিতে উদ্বুদ্ধ করবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গোটা লাতিন আমেরিকার জনসংখ্যার থেকে বেশি মেসির সোশ্যাল মিডিয়া ভক্ত! অনন্য রেকর্ড ম্যাজিশিয়ানের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement