Lionel Messi: মেসির চোখ ধাঁধানো ফ্রি-কিকে জয়, পরের বিশ্বকাপের যাত্রা শুরু করল আর্জেন্টিনা

Last Updated:

Lionel Messi: ২০২২ সালে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা তার এখনও নিশ্চয়তা নেই। কিন্তু পরের বিশ্বকাপে আর্জেন্টিনাকে পৌছে দেওয়ার লড়াইটা শুরু করে দিলেন লিওনেল মেসি।

লিওনেল মেসি
লিওনেল মেসি
২০২২ সালে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা তার এখনও নিশ্চয়তা নেই। কিন্তু পরের বিশ্বকাপে আর্জেন্টিনাকে পৌছে দেওয়ার লড়াইটা শুরু করে দিলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে আরও একবার আর্জেন্টিনার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এলএমটেন। মেসির চোখ ধাঁধানো ফ্রি-কিকেই ১-০ গোলে জয়ের স্বাদ পেল বিশ্বজয়ীরা।
রাজধানী বুয়েনস আইরেসে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইকুয়েডর। ম্যাচের প্রথমার্ধে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। প্রথমার্ধে গোল না আসলেও খেলার রাশ ছিল আর্জেন্টিনার হাতেই। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৭৭ মিনিটে বক্সের বাইরে লাউতারো মার্টিনেজকে ফাউল করায় ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেখান বাঁ পায়ের বাঁকানো শটে বিশ্বমানের গোল করেন মেসি।মেসির ফ্রি-কিকের ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেননি।
advertisement
advertisement
এরপর ম্যাচে একাধিক গোল করার মত সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। কিন্তু আর গোলের মুখ খোলেনি। ম্যাচের ৮৯ মিনিটে মেসিকে তুলে নেন আর্জেন্টিনা কোচ। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ৩ বারের বিশ্বজয়ীরা। সবে শুরু হল দক্ষিণ আমেরিকার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। জয় দিয়ে শুরু করতে পেরে খুশি নীল-সাদা ব্রিগেড।
advertisement
দেশের জার্সিতে ডিউটির জন্য বর্তমান ক্লাব মায়ামি থেকে বিরতি নিয়েছেন লিওনেল মেসি। ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনা ফিরতি ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর ফের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। প্রতিপক্ষ বলিভিয়া। সেই ম্যাচেও মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: মেসির চোখ ধাঁধানো ফ্রি-কিকে জয়, পরের বিশ্বকাপের যাত্রা শুরু করল আর্জেন্টিনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement