Lionel Messi: ইউরোপ সেরা গোল মেসির, প্রথম ১০টি গোল কেমন হল, দেখুন ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi: নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে নিয়েছেন বড় সিদ্ধান্ত। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর ইউরোপ ছেড়ে অনত্য পারি দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু যাবার আগেও নিজের ছাপ ছেড়ে গেলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা।
প্রায় ২ দশক ইউরোপিয়ান ফুটবলে কাটিয়েছেন লিওনেল মেসি। তবে এবার নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে নিয়েছেন বড় সিদ্ধান্ত। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর ইউরোপ ছেড়ে অনত্র পারি দিয়েছেন মেসি। কিন্তু যাবার আগেও নিজের ছাপ ছেড়ে গেলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা। গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাঁর বিদায়ী ক্লাব পিএসজি চ্যাম্পিয়ন করতে না পারলেও, প্রতিযোগিতার সেরা গোলের শিরোপা পেলেন মেসি।
শেষ ২ বছর পিএসজিতে খেলেছেন মেসি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি আশানরুপ ফল করতে পারেনি। তবে বেনফিকার বিরুদ্ধে মেসির দৃষ্টিনন্দন অবিশ্বাস্য গোলকেই সেরার সেরা স্বীকৃতি দিয়েছে উয়েফা। বেনফিকার বিরুদ্ধে মাঝ মাঠ থেকে সতীর্থদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দুরন্ত অ্যাটাক গড়ে তুলেছিলেন মেসি। শেষে বক্সে ঢুকতেই চলন্ত বলে বাঁ পায়ে মেসির বাঁক খাওয়ানো শট দ্বিতীয় পোস্টোর কোণা দিয়ে জালে জড়িয়ে যায়।
advertisement
The Goal of the Tournament results are in… 🥁
Congrats, Leo Messi! 👏#UCLGOTT | @Heineken pic.twitter.com/I4JDZF9xN1
— UEFA Champions League (@ChampionsLeague) June 30, 2023
advertisement
আরও পড়ুনঃ Emiliano Martinez: এমি মার্টিনেজকে দেখতে চান! কোথায় পাবেন টিকিট, কত দাম, জেনে নিন বিস্তারিত
advertisement
মেসির সেই সেরা গোলের একটি ভিডিও শেয়ার করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের পক্ষ থেকে। শুদু মেসির সেরা গোল নয়, প্রতিযোগিতা সেরা ১০টি গোলও শেয়ার করেছে ইউসিএল। সেরা গোলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচে করা ভিনিসিয়াস জুনিয়রের গোল। তৃতীয় স্থানে জায়গা পেয়েছে ডর্টমুন্ডের বিরুদ্ধে করা ম্যাঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল। তবে ইউরোপ থেকে বিদায় বেলায় মেসার গোল সেরা হওয়ায় খুশি তাঁর ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 10:40 PM IST