Emiliano Martinez: এমি মার্টিনেজকে দেখতে চান! কোথায় পাবেন টিকিট, কত দাম, জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Emiliano Martinez: আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই কলকাতায় পা রাখতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ৩-রা জুলাই রাতে কলকাতায় পা রাখবেন বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ী মার্টিনেজ।
advertisement
advertisement
advertisement
advertisement
আর মোহনবাগানের অনুষ্ঠানে মার্টিনেজকে দেখার জন্য শনিবার থেকে টিকিট পাওয়া যাবে। শনি এবং রবিবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। সদস্যরা টিকিট পাবে ক্লাব অফিস থেকে ও এমনি টিকিট পাওয়া যাবে পিডব্লিউডি কাউন্টার থেকে। এমিকে দেখার জন্য বিনামূল্যে টিকিট বিতরণ করা হবে মোহনবাগানের তরফে।