ফাইনালে আর পেনাল্টি মিস নয়, ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল মেসির

Last Updated:

Lionel messi penalty goal vs france: ফ্রান্সের বিরুদ্ধে অপ্রতিরোধ্য মেসি। ফাইনালে প্রথম গোল পেনাল্টি থেকে।

#দোহা: শতবর্ষের কোপা ফাইনালে তিনি পেনাল্টি মিস করেছিলেন। অনেকে এখনও মজা করে বলেন, মেসির শট নেওয়া সেই বল এখনও ফেরৎ আসেনি। সেদিন মেসি হয়তো কেরিয়ারের সব থেকে জঘন্য় পেনাল্টি শট নিয়েছিলেন।
আরও পড়ুন- Argentina vs France LIVE: জমজমাট সমাপ্তি অনুষ্ঠান, বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স
অনেকে বলেন, মেসি বড় ম্যাচের চাপ নিতে পারেন না। স্বয়ং দিয়োগো মারদোনাও সেই কথা বলেছিলেন। কিন্তু এবার বিশ্বকাপ ফাইনালে মেসি দেখিয়ে দিলেন, তিনি এবার অন্য রূপে কাতারে এসেছেন। তিনি এবার এসেছেন কাপ জিততে। আর সেটা বিশ্বকাপ ফাইনালে গোল করে সেটা বুঝিয়ে দিলেন এমএমটেন।
advertisement
ডিমারিয়াকে বক্সে ফাউল করলেন ফ্রান্সের ডিফেন্ডার। পেনাল্টি পেল আর্জেন্টিনা। সেই পেনাল্টিতে ফরাসি গোলকিপার হুগো লরিসকে ডানদিকে ফেলে গোল করে দিলেন লিও মেসি। এই নিয়ে এবারের বিশ্বকাপে ৬ নম্বর গোল তাঁর।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ফাইনালে আর পেনাল্টি মিস নয়, ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল মেসির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement