Lionel Messi: টিভি সিরিয়ালে মেসি, ভাবতে পারবেন না এমন খবর! বিশ্বকাপ জিতে এবার LM10 অভিনয়ে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi: বিশ্বকাপ জয়ের পর একের পর এক চমক দিচ্ছেন লিওনেল মেসি। নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিয়েছেন লিও। ইউরোপ ফুটবলের গণ্ডি ছেড়ে পারি দিয়েছেন আমেরিকায়। এবার অভিনয়ে মেসি।
কলকাতা: বিশ্বকাপ জয়ের পর একের পর এক চমক দিচ্ছেন লিওনেল মেসি। নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিয়েছেন লিও। ইউরোপ ফুটবলের গণ্ডি ছেড়ে পারি দিয়েছেন আমেরিকায়। পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। আন্তর্জাতিক ফুটবলেও বছর খানেকের বিরতি নিতে পারেন বিশ্বজয়ী। কিন্তু এরইমধ্যে আরও এক চমক দিলেন লিওনেল মেসি। এবার অভিনয় জগতে পা রাখলেন মেসি।
তবে মেসির অভিনয়ে হাতেখড়ি বড় পর্দায় নয়, টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন মেসি। আর্জেন্টিনার একটি টেলিভিশন- লস প্রোটেক্টর্সের দ্বিতীয় মরসুমে অভিনয় করছেন মেসি। মেসির অভিনয়ের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে মেসিকে একজন দক্ষ অভিনেতার মত অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকী মেসির অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন ওই টেলিভিশন সিরিজে অভিনয় করা অন্যান্য অভিনেতারা।
advertisement
El debut actoral de Messi en Los Protectores, la serie de Adrián Suar.
Me vuelvo loco. pic.twitter.com/mWWo9jRXnV
— Messismo (@Messismo10) June 26, 2023
advertisement
advertisement
জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করে উচ্ছ্বসিত লিওনেল মেসি। অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য বলেও জানিয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। এছাড়া নিজের নতুন ক্লাব কেরিয়ারও নিয়েও মুখ খুলেছেন মেসি। বলেছেন,’একটা নতুন শহরে শুরু করব। নতুন ক্লাবে শুরু করব। সব মিলিয়ে আমি ভীষণ উত্তেজিত’। বিশ্বকাপের পরের সময়টা যে মেসি ভালই উপভোগ করছেন তা বলাই যায়। নতুন ভূমিকায় মেসিকে দেখা অপেক্ষায় ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 2:34 PM IST