Messi Free Kick: ফের ‘মেসি ম্যাজিক’ ! ক্লাব বিশ্বকাপে তাঁর ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির

Last Updated:

Lionel Messi scores a stunning free-kick against Porto: এবার আবার গোটা বিশ্ব দেখল ‘মেসি ম্যাজিক’ ৷ পোর্তোর বিরুদ্ধে ক্লাব বিশ্বকাপের ম্যাচে তাঁর ফ্রি কিকের জাদুতে এখন মুগ্ধ গোটা দুনিয়া ৷

ক্লাব বিশ্বকাপে মেসি ম্যাজিক ! (AP Photo/Brynn Anderson)
ক্লাব বিশ্বকাপে মেসি ম্যাজিক ! (AP Photo/Brynn Anderson)
মায়ামি: বয়স যতই বাড়ুক না কেন ৷ ‘গ্রেট’-দের কাছে বয়সটা একটা নম্বরই মাত্র ৷ কিছুদিন আগেই পর্তুগালের জাতীয় দলের জার্সি গায়ে আগুন ঝরাতে দেখা গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ এবার আবার গোটা বিশ্ব দেখল ‘মেসি ম্যাজিক’ ৷ পোর্তোর বিরুদ্ধে ক্লাব বিশ্বকাপের ম্যাচে তাঁর ফ্রি কিকের জাদুতে এখন মুগ্ধ গোটা দুনিয়া ৷
ম্যাচে একটা গোলে পিছিয়ে পড়া ইন্টার মায়ামি ঠিক এমনই এক মেসি-মুহূর্তের অপেক্ষায় ছিল। লিওনেল তাদের সে অপেক্ষার মধুর সমাপ্তিই ঘটালেন। ফ্রি কিক থেকে করলেন দুর্দান্ত একটি গোল। আর তাতেই মায়ামি জয় তুলে নিল পর্তুগালের বিখ্যাত ক্লাব পোর্তোর বিপক্ষে। ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবারের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেল মেসির দল। এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা এখন উজ্জ্বল মেসিদের।
advertisement
advertisement
পেনাল্টিতে গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় পোর্তো ৷ তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মায়ামি। সেগোভিয়া একটি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আসে সেই মুহূর্ত, যার জন্য সবাই অপেক্ষায় ছিলেন।
advertisement
এই জয় আমেরিকার মেজর লিগ সকারের এই ক্লাবের জন্য বড় কীর্তি। কারণ ইউরোপের কোনও ক্লাবের বিপক্ষে প্রথম জয় পেল তারা। এর আগে এই সপ্তাহেই চেলসি হারিয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসিকে।
বাংলা খবর/ খবর/খেলা/
Messi Free Kick: ফের ‘মেসি ম্যাজিক’ ! ক্লাব বিশ্বকাপে তাঁর ফ্রি কিকে পোর্তোকে হারিয়ে ইতিহাস মায়ামির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement