মেসিকে চূড়ান্ত অপমান পিএসজি সমর্থকদের! চোখের জল লুকিয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন তারকা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
প্যারিস: ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন মেসি। ক্লাবের কাছে ক্ষমা চেয়ে নিলেও তাকে ক্ষমা করেনি পিএসজি সমর্থকরা। অ্যাজাসিওর বিরুদ্ধে ম্যাচে লিওনেল মেসির ওপর জমে থাকা রাগ বার করলেন সমর্থকরা। নির্বাসন কাটিয়ে প্যারিস সঁ জরমঁর জার্সিতে আবার মাঠে নামলেন লিয়োনেল মেসি। তিনি ফিরতেই লিগ ওয়ানে বড় জয় পেল পিএসজি। ৫-০ গোলে তারা হারাল আজাসিয়োকে।
লিগ ওয়ান জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল প্যারিসের ক্লাব। তবে মেসিকে দেখে বিদ্রুপ করলেন পিএসজি সমর্থকরা। ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে ছুটি কাটাতে যাওয়ার জন্য নির্বাসনে ছিলেন মেসি। কিন্তু মেসি না খেলায় পিএসসির ম্যাচের দর্শক সংখ্যা ১০ ভাগের এক ভাগের কমে যায়। ক্লাব কর্তৃপক্ষ বাধ্য হয় লিওনেল মেসির উপর থেকে নির্বাসনের শাস্তি তুলে নিতে।
advertisement
অ্যাজাসিওর বিরুদ্ধে তারপর প্রথমবার মাঠে নামলেন মেসি। ক্লাব ৫-০ গোলে জিতলেও সমর্থকদের ক্ষোভ উগড়ে পড়ে লিওনেল মেসির উপর। পিএসসিকে না জানিয়ে ঘুরতে যাওয়াটা ক্লাবের অপমান বলে মনে করছে পিএসজির আলট্রা সমর্থকরা। গোটা ম্যাচে অন্যতম সেরা পারফরম্যান্স দেখানো লিওনেল মেসিকে সারাক্ষণ বিদ্রুপ করে গেলেন পিএসজি আল্ট্রারা।
advertisement
Messi getting booed by PSG home fans every time he touch the ball while Cristiano Ronaldo got applauded by the away fans in a UCL KO game.
Levels to this game.pic.twitter.com/WrqNcOqcwj
— Анап (@ahanrmcf) May 13, 2023
advertisement
অ্যাজাসিয়োর বিরুদ্ধে পিএসজির প্রথম একাদশে মেসির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শিস দিতে শুরু করেন পিএসজি সমর্থকরা। যখনই মেসির পায়ে বল যাচ্ছিল, শিসের শব্দ শোনা যাচ্ছিল। তাতে খেলতে সমস্যা হচ্ছিল মেসিরও। মেজাজ হারাতেও দেখা যায় তাঁকে। পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এই মরসুমের পরে যে তিনি আর প্যারিসের ক্লাবে থাকবেন না তা নিশ্চিত করে দিয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোরহে। তবে তিনি কোন ক্লাবে যাচ্ছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 11:39 PM IST