Lionel Messi- Narendra Modi: মোদির জন্মদিনে বিশ্বকাপে খেলা নিজের জার্সি উপহার মেসির! প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন কোহলিও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Lionel Messi- Narendra Modi: আর্জেন্টিনা থেকে বিশেষ উপহার এল মোদির কাছে। নিজের সই করা ২০২২ বিশ্বকাপের জার্সি উপহার পাঠালেন মেসি। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে এই উপহার পাঠিয়েছেন।
আর্জেন্টিনা থেকে বিশেষ উপহার এল মোদির কাছে। নিজের সই করা ২০২২ বিশ্বকাপের জার্সি উপহার পাঠালেন মেসি। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে এই উপহার পাঠিয়েছেন।
মেসির ভারত সফরের প্রচারক শতদ্রু দত্ত বুধবার এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “যখন আমি ফেব্রুয়ারিতে ওর সঙ্গে ভারত সফর নিয়ে আলোচনা করতে দেখা করেছিলাম, আমি তাকে বলেছিলাম যে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনও আসছে, এবং তিনি বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর জন্য একটি স্বাক্ষরিত জার্সি পাঠাবেন,” দত্ত পিটিআইকে বলেছেন।
advertisement
advertisement
Wishing our honourable Prime Minister Shri Narendra Modi Ji a very happy birthday with the warmest wishes. May God bless you with good health and happiness always. Your efforts for our beautiful nation have put us on a very high pedestal among all the countries of the world.
Jai…— Virat Kohli (@imVkohli) September 17, 2025
advertisement
প্রতীকী জার্সিটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। শতদ্রু দত্ত আরও জানিয়েছেন যে মেসির ভারত সফরের সময় মেসি এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে ব্যক্তিগত বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে।
“GOAT Tour of India ২০২৫” শিরোনামের এই সফরে মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কলকাতা, মুম্বাই এবং নয়াদিল্লি সফর করবেন। তার সময়সূচী ১৫ ডিসেম্বর জাতীয় রাজধানীতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের মাধ্যমে শেষ হবে। পাশাপাশি জন্মদিনে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিও।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 9:12 PM IST