বিরাট বা গিল নয়, সুনীল গাভাস্করের প্রশংসা পেলেন অন্য ব্যাটার, রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ODI ম্যাচে রাহুল ৯২ বলে ১১২ রানে অপরাজিত থাকেন, তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ১টি ছয় দিয়ে। এর পরেই কেএল রাহুলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গাভাস্কার। যদিও রাহুলের ইনিংস বুধবার ভারতকে জয় এনে দিতে পারেনি, তবুও গাভাস্কারের কাছ থেকে তিনি প্রশংসা পেয়েছেন।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ODI ম্যাচে রাহুল ৯২ বলে ১১২ রানে অপরাজিত থাকেন, তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ১টি ছয় দিয়ে। এর পরেই কেএল রাহুলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গাভাস্কার। যদিও রাহুলের ইনিংস বুধবার ভারতকে জয় এনে দিতে পারেনি, তবুও গাভাস্কারের কাছ থেকে তিনি প্রশংসা পেয়েছেন।
“দেখুন, ও সবসময়ই ক্লাসি। ওর ব্যাটিং দেখতে সবসময়ই দারুণ লাগে। ওর কাছে সব কিছু আছে—ওর টেকনিক আছে, ওর মানসিকতা আছে, আর ওর শটের পরিসরও আছে,” Gavaskar Star Sports-এ বলেন।
advertisement
গাভাস্কার আরও বলেন, “ও সংকটের মানুষ, ঠিক যেমন Karnataka-র আরেকজন Rahul, Rahul Dravid। যখনই সমস্যা আসে, ওর ওপর ভরসা করা যায়। আপনি নিশ্চিন্তে শ্বাস নিতে পারেন, জানেন ও সামলে নেবে।”
advertisement
গাভাস্কারের মতে রাহুল বিভিন্ন ব্যাটিং পজিশনে ভারতের হয়ে চাপের পরিস্থিতি ভালভাবে সামলেছেন। “ওপেনিং হোক বা মিডল অর্ডারে—চার, পাঁচ বা ছয় নম্বরে—আপনি দেখেছেন কীভাবে ও সেই চাপের পরিস্থিতি সামলেছে এবং দলকে টেনে নিয়ে গেছে। এবার ও অন্তত ৪০–৫০ রান বেশি দিয়েছে, যা অন্যথায় হত না”। তাঁর মতে, “যদি ও আগেই আউট হয়ে যেত, আমার মনে হয় না ভারত ২৪০–২৫০ রানও করতে পারত। ওই বাড়তি ৪০ রানই হয়তো জয়ের ও হারের মধ্যে পার্থক্য গড়ে দেয়”।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 11:35 PM IST










