La Liga | Luis Suarez: জোড়া গোলে নায়ক সুয়ারেজ, পিছিয়ে পড়ে জয় অ্যাটলেটিকোর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Atletico Madrid beat Getafe: সুয়ারেজের জোড়া গোল। পিছিয়ে পড়ে গেটাফেকে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ। লাল কার্ড গেটাফের কার্লেস এলেনার।
গেটাফে: ১ (ওবলাক-৪৫’ (OG), কারলেস এলেনা- ৭৪’)
অ্যাটলেটিকো মাদ্রিদ: ২ (লুইস সুয়ারেজ- ৭৮’, ৯০’)
পারাদীপ ঘোষ: নায়ক সেই লুই সুয়ারেজ (Luis Suarez)। উরুগুয়ান স্ট্রাইকারের জোড়া গোলে লা লিগায় জয়ের হাইওয়েতে অ্যাটলেটিকো মাদ্রিদ (Atlético Madrid)। গেটাফের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও লিগ টেবলের শীর্ষে দিয়েগো সিমিওনের দল। ৬ ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা ১৪। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৩। পয়েন্ট টেবলে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে আট নম্বরে আটকে বার্সেলোনা।
advertisement
advertisement
চড়া মেজাজের গেটাফে বনাম অ্যাটলেটিকো ম্যাচের শুরু থেকেই ছন্দপতন। গোটা ম্যাচে হলুদ কার্ড দেখলেন সাত জন। ৭৪ মিনিট ভার রিভিউ দেখে গেটাফের কার্লোস অ্যালেনাকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের বাকি সময়টা দশজনে খেলতে হয় গেটাফেকে। সংখ্যা গরিষ্ঠতার সুযোগ নিয়ে ম্যাচে ফেরে দিয়েগো সিমিওনের দল।
advertisement
৭৪ মিনিটে ১০ জন হয়ে যাওয়ার পর গেটাফের পক্ষে আর সম্ভব হয়নি গোলের লকগেট ধরে রাখার। প্রথমার্ধের শেষ মিনিটে অ্যাটলেটিকো গোলরক্ষক জান ওবলাকের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল গেটাফে। ৭৮ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান লুই সুয়ারেজ। স্কোরলাইন অ্যাটলেটিকো ১, গেটাফে ১।
From 1-0 down to 2-1 up... 🔀
✅ MD37 v Osasuna (20/21) ✅ MD38 v Real Valladolid (20/21) ✅ MD4 v Espanyol (21/22) ✅ MD6 v Getafe (21/22) Atleti = 𝙘𝙤𝙢𝙚𝙗𝙖𝙘𝙠 𝙠𝙞𝙣𝙜𝙨 of #LaLigaSantander! 🔱#GetafeAtleti pic.twitter.com/dzCUZi7b0q — LaLiga English (@LaLigaEN) September 21, 2021
advertisement
ম্যাচের ৯০ মিনিটের মাথায় গেটাফে রক্ষণের ভুলে আবারো গোল করে যান উরুগুয়ান তারকা। স্কোরলাইন অ্যাটলেটিকো মাদ্রিদ ২, গেটাফে ১। অ্যাটলেটিকোর জার্সিতে ৪৪ ম্যাচে ২২ গোল হয়ে গেল সুয়ারেজের। বার্সেলোনা ছেড়ে এসেও যে গোল করার ক্ষমতায় মরচে ধরেনি, তা ঠারে ঠারে বুঝিয়ে দিচ্ছেন উরুগুয়ান গোলমেশিন। গ্রিজম্যান, কারাসকোরা ফর্মের ধারে কাছে না থাকলেও সুয়ারেজের ওপর ভরসা করেই চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগাতেও ঝলমল করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
advertisement
লা লিগার অন্য ম্যাচে অতিরিক্ত সময়ে র্যাদামেল ফালকাওর গোলে অ্যাথলেটিক কে ২-১ গোলে হারায় রায়ো ভ্যালকানো। আলভারো গার্সিয়ার গোলে ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার পর সিসের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয়ে যায় অ্যাথলেটিক ১, রায়ো ভ্যালকানো ১। ম্যাচের শেষ মিনিটে ভ্যালকানোকে জয় এনে দেয় ফালকাওর গোল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2021 10:16 AM IST