হ্যাটট্রিক, গোল্ডেন বুট! মেসি, রোনাল্ডোর পর ফুটবল বিশ্বের নতুন সম্রাট 'কেএমটেন'

Last Updated:

Kylian Mbappe: ফুটবল বিশ্বের পরবর্তী সম্রাট রাজ্যপাট বুঝে নিতে তৈরি।

#দোহা: লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শাসনকাল প্রায় শেষ। কিন্তু ফুটবল বিশ্ব তো আর সম্রাট ছাড়া থাকতে পারে না! প্রশ্ন ছিল, মেসি, রোনাল্ডোর মতো মহাতারকা অবসর নিলে কে হবেন তাঁদের উত্তরসূরী! যিনি হবেন তিনি কি এই দুই তারকার মতো যোগ্য হবেন!
অনেকেই হয়তো ভেবেছিলেন, এই দুই তারকা অবসর নিলেই ফুটবল সাম্রাজ্যে নেমে আসবে অসীম শূন্যতা। কিন্তু কাতার বিশ্বকাপ জানিয়ে দিয়ে গেল, ফুটবল বিশ্বের নতুন সম্রাট নিজের রাজ্যপাট বুঝে নিতে তৈরি। আর তিনি হলেন কিলিয়ান এমবাপে। কেএমটেন।
আরও পড়ুন- নেইমারের দিলখোলা শুভেচ্ছা বার্তা মেসিকে! আর্জেন্টিনার জয়কে কুর্নিশ ব্রাজিল সুপারস্টারের
কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে একটা সময় আর্জেন্টিনার জয়ের রাস্তায় একা দাঁড়িয়ে ছিলেন এমবাপে। লিওনেল মেসি যোগ্য হিসেবে বিশ্বকাপ জিতেছেন। তবে এমবাপে না থাকলে ফ্রান্স নির্ধারিত সময়েই হেরে যেত হয়তো।
advertisement
advertisement
ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়ানোর পেছনের কারিগর এমবাপে। ২৩ বছর বয়সী এই তারকা দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান। ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে আবার মাটিতে নামিয়ে আনেন এমবাপে।
আরও পড়ুন- পড়ছে সিটি, চারদিকে বিয়ারের বোতল, বিশ্বকাপ হাতে টেবলের ওপর মেসির নাচ, রইল ড্রেসিং রুমের ভাইরাল ভিডিও
ইংল্যান্ডের জিওফ হার্স্টের ৫৬ বছর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ফুটবল বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন এমবাপে। এদিন পেনাল্টি শ্যুটআউটেও তিনি গোল করেন। এমবাপে বিশ্বকাুপে গোল্ডেন বুট জয়ী। হারের পর এমবাপে ভেঙে পড়েন। পুরস্কার নিতে গিয়ে তাঁর পা যেন আর চলছিল না। তবে তিনি বুঝিয়ে গেলেন, ফুটবল বিশ্বের পরবর্তী সম্রাট তিনিই।
বাংলা খবর/ খবর/খেলা/
হ্যাটট্রিক, গোল্ডেন বুট! মেসি, রোনাল্ডোর পর ফুটবল বিশ্বের নতুন সম্রাট 'কেএমটেন'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement