নেইমারের দিলখোলা শুভেচ্ছা বার্তা মেসিকে! আর্জেন্টিনার জয়কে কুর্নিশ ব্রাজিল সুপারস্টারের

Last Updated:

Brazil Football star Neymar congratulates Lionel Messi for winning World Cup with Argentina. নেইমারের দিলখোলা শুভেচ্ছা বার্তা মেসিকে! আর্জেন্টিনার জয়কে কুর্নিশ ব্রাজিল সুপারস্টারের

মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখে আনন্দে ভাসলেন নেইমার
মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখে আনন্দে ভাসলেন নেইমার
#দোহা: তিনি নেইমার দা সিলভা। ব্রাজিলের ফুটবলের মহানায়ক। এই নিয়ে তিনটি বিশ্বকাপ খেলা হয়ে গেলেও দেশকে চ্যাম্পিয়ন করতে পারেননি। অথচ এবার যেভাবে ব্রাজিল শুরু করেছিল তাতে নেইমার সাম্বা ম্যাজিক দেখিয়ে হলুদ সবুজ জার্সিধারীদের চ্যাম্পিয়ন করবেন, এমন ভাবনা অমূলক ছিল না। কিন্তু থেমে যেতে হয়েছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে।
টাইব্রেকার হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। সেদিন গোল করেও দলকে টিকিয়ে রাখতে পারেনি তিনি। কিন্তু এবার লিওনেল মেসির আর্জেন্টিনার জন্য দিলখোলা শুভেচ্ছা জানালেন নেইমার। সোশ্যাল মিডিয়ায় রবিবার রাতে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচের পর নেইমার মেসির বিশ্বকাপ স্পর্শ করার ছবি দিয়ে লেখেন, শুভেচ্ছা ভাই। তোমার এটা প্রাপ্য ছিল।
আরও পড়ুন - চাকরি যাওয়া ম্যানেজার থেকে বিশ্বকাপ জেতা কোচ! স্কালোনিতে ডুবে গোটা আর্জেন্টিনা
কে বলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা দ্বৈরথ মাঠের বাইরে হয়? ব্রাজিলের সেরা ফুটবলার আর্জেন্টিনার সেরা তারকাকে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বকাপ জয়ের জন্য। আর্জেন্টিনার নাম্বার টেন আর ব্রাজিলের ১০ নম্বর মিলেমিশে যেন একাকার। নেইমার এবং মেসির সম্পর্কটাও বহু পুরনো।
advertisement
advertisement
দুজনে এক ক্লাবে খেলেন। কোপা আমেরিকার পরেও দেখা গিয়েছিল মেসির আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে ফাইনালে কেঁদেছিলেন নেইমার। কিন্তু তারপর মেসির সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেছিলেন। এটাই ফুটবল। এটাই ভ্রাতৃত্ববোধ এবং খেলার সংস্কৃতি। আজ সব ব্রাজিলিয়ান আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখে আনন্দিত হয়েছেন এমন নয়।
advertisement
সেটা হয়তো দোষের নয়। ফুটবলের দুই ছিল প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান জায়ান্ট কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়েন না। একে অপরকে কটু কথা বলতে ও পিছপা হন না। কিন্তু লিওনেল মেসি নামক একজন ফুটবল জিনিয়াসকে সবুজ মাঠে আলপনা আঁকতে দেখলে এবং বিশ্বসেরা হতে দেখলে তখন প্রশংসা না করে থাকা যায় না।
advertisement
তা সে যতই প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল হোক না কেন। আর নেইমার তো কবেই মেসিকে বড় ভাই বলে মেনে নিয়েছেন। তাই আজ ভাইয়ের বিশ্বসেরা হওয়ার আনন্দ উপভোগ করছেন সাম্বা কিং।
বাংলা খবর/ খবর/খেলা/
নেইমারের দিলখোলা শুভেচ্ছা বার্তা মেসিকে! আর্জেন্টিনার জয়কে কুর্নিশ ব্রাজিল সুপারস্টারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement