Kylian Mbappe: মেসির দেখানো পথেই পিএসজি ছাড়ার ইঙ্গিত এমবাপের! নিতে প্রস্তুত ২ বিখ্যাত ক্লাব
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
প্যারিস: লিওনেল মেসির প্যারিস ছাড়ার পেছনে তার অদৃশ্য হাত রয়েছে এমনটা দাবি করেন অনেকে। ড্রেসিংরুমের পরিবেশ তার জন্য নষ্ট হয় সেটাও বলেন অনেকে। আবার এটাও ঠিক আধুনিক ফুটবলে তিনি অন্যতম সেরা খেলোয়াড়। কাতার বিশ্বকাপে সেটা পদে পদে প্রমাণ করে দিয়েছেন এমবাপে। পার্ক প্রিন্সেসের ড্রেসিং-রুমে তাঁর অহংবোধের কারণেই বাকি ফুটবলারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই তালিকায় অবশ্যই রয়েছেন লায়োনেল মেসি-নেইমাররা।
গত দু’টি মরশুমেই অনুশীলন এবং ম্যাচে যাবতীয় ক্ষমতার অধিকারী হয়ে উঠতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপে। নেতৃত্ব থেকে শুরু করে ম্যাচে পেনাল্টি নেওয়া, সবকিছুই নিয়ন্ত্রণ করতেন এই ফরাসি তারকা। এই কারণেই সতীর্থদের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। এমনকী, লায়োনেল মেসির পিএসজি ছাড়ার নেপথ্যে অনুঘটকের কাজ করে এমবাপের এই মনোভাব। তবে আর্জেন্তাইন মহাতারকা সম্পর্কে এবার ভিন্ন সুর শোনা গেল তাঁর কণ্ঠে।
advertisement
এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘পিএসজি অনুরাগীদের কাছ থেকে খারাপ ব্যবহারের কারণেই দল ছেড়েছে লিও। প্যারিসে প্রাপ্য সম্মান পায়নি ও। বিশ্বের সেরা ফুটবলারকে আরও ভালোভাবে বিদায় সংবর্ধনা জানানো যেত। কিন্তু তা হয়নি। ও দল ছাড়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এটা ক্লাবের জন্য মোটেই ভালো বিজ্ঞাপন নয়।’
advertisement
Kylian Mbappe on Leo Messi: “We are talking about potentially the greatest player in the history of football. It’s never good news when someone like Messi leaves. I don’t quite understand why so many people were so relieved that he was gone. He didn’t get the respect he deserved… pic.twitter.com/uT1S850Abw
— PSG Report (@PSG_Report) June 14, 2023
advertisement
এই মন্তব্যের পরই পাল্টা প্রশ্নের মুখে এমবাপে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দেন মেসি অনুরাগীরা। অনেকেই বলেন, এত দেরিতে কেন মুখ খুললেন ফরাসি তারকা? তাহলে কি তিনি নিজেও মেসির দল ছাড়া অপেক্ষায় ছিলেন! এদিকে, বৃহস্পতিবার চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামছে আর্জেন্তিনা। কাতার বিশ্বকাপের পর ফের মুখোমুখি হচ্ছে এই দু’দল। সেবার মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছিল লায়োনেল স্কালোনি-ব্রিগেড।
advertisement
প্রীতি ম্যাচ হলেও, বৃহস্পতিবার সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়নদের। এমবাপের পরবর্তী লক্ষ্য হতে চলেছে রিয়েল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার ইউনাইটেড। বাজারে এমন কথাই শোনা যাচ্ছে। যদিও মুখে তিনি বলেছেন তিনি নাকি ভালো আছেন প্যারিসে, কিন্তু সেটা কতটা সত্যি প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষ করে রিয়েল মাদ্রিদ তাকে নেওয়ার ব্যাপারে বিরাট আগ্রহী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 11:05 AM IST

