Sangakkara on Sri Lanka crisis: দেশটাকে শেষ করে দিল অকর্মণ্য নেতারা! সরকারকে আক্রমণ সাঙ্গাকারা, জয়বর্ধনের

Last Updated:

Kumar Sangakkara along with Mahela Jayawardene raises concern about worst economic crisis in Sri Lanka. শ্রীলঙ্কার হাহাকারে দেশের সরকারকে তুলোধোনা সাঙ্গাকারা, জয়বর্ধনের

শ্রীলঙ্কার হাহাকারে দেশের সরকারকে তুলোধোনা সাঙ্গাকারা, জয়বর্ধনের
শ্রীলঙ্কার হাহাকারে দেশের সরকারকে তুলোধোনা সাঙ্গাকারা, জয়বর্ধনের
মুম্বই: সময়ের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট চলছে এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। বিদেশি ঋণের বোঝায় ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। শ্রীলঙ্কায় চাল ও গম বিক্রি হচ্ছে মোটামুটি ২২০ টাকা ও ১৯০ টাকা কেজি দরে। একটি ডিমের দাম ৩০ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ মন্ত্রীসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশ জুড়ে চলছে সাধারণ মানুষের প্রতিবাদ। সেই প্রতিবাদকারীদের ওপর হামলাও করা হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে মুখ খুললেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
বর্তমানে আইপিএলে বিভিন্ন দলের কোচিং স্টাফে যুক্ত আছেন শ্রীলঙ্কার তিন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে এবং লাসিথ মালিঙ্গা। বিদেশে থেকেও দেশের জন্য তাদের মন কাঁদছে। সাঙ্গাকারা ইনস্টাগ্রামে লিখেছেন, শ্রীলঙ্কা সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খাবারের জন্য মানুষ যেভাবে সংগ্রাম চালাচ্ছেন তা দেখে আমি অত্যন্ত ব্যথিত। প্রতিদিন মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে।
advertisement
advertisement
রাষ্ট্রনেতাদের বলছি মানুষকে শত্রু মনে করবেন না। মানুষের ভবিষ্যত সুরক্ষিত রাখা আপনাদের কর্তব্য। সরকারের বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রদের ওপর জলকামান ব্যবহার করেছে শ্রীলঙ্কার পুলিশ। এই ঘটনায় সরকারের সমালোচনা করে ইনস্টাগ্রামে মাহেলা জয়াবর্ধনে লিখেছেন, শ্রীলঙ্কায় কারফিউ এবং জরুরি অবস্থা দেখে আমি খুবই হতাশ। সরকার কখনই দেশের মানুষের প্রয়োজনীয়তাকে অগ্রাহ্য করতে পারে না।
advertisement
মানুষের অধিকার আছে প্রতিবাদ করার। এই সমস্যা মানুষের তৈরি করা। যোগ্য মানুষই এর সমাধান করতে পারবে। এখন দোষারোপ না করে এক হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা দরকার। জনতার প্রতিবাদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রাক্তন গতি তারকা লাসিথ মালিঙ্গা লিখেছেন, আমি শ্রীলঙ্কার মানুষের পাশে আছি। প্রাক্তনদের পাশাপাশি শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেটাররাও দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন।
advertisement
হাসারাঙ্গা ডিসিলভা সোশ্যাল সাইটে লিখেছেন, একসঙ্গে থাকলেই আমরা শক্তিশালী হতে পারব। আইপিএলে থাকা ভানুকা রাজাপক্ষে লিখেছেন, এতদূর থেকেও আমি বুঝতে পারছি দেশের মানুষ কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। নাগরিকদের ন্যূনতম অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।
ক্রিকেটার হিসেবে আমরা যে দেশে বড় হয়ে উঠেছি, যে দেশের প্রতিনিধিত্ব করি, মাতৃভূমি শ্রীলঙ্কার এমন অবস্থা দেখে নিজেদের আবেগ চেপে রাখা মুশকিল। ক্রিকেটার হিসেবে আমি যথাসম্ভব সাহায্য করতে চাই। কিন্তু আসল দায়িত্ব পালন করতে হবে দেশের সরকারকে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sangakkara on Sri Lanka crisis: দেশটাকে শেষ করে দিল অকর্মণ্য নেতারা! সরকারকে আক্রমণ সাঙ্গাকারা, জয়বর্ধনের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement