RCB vs LSG At Eden: বিরাট ছক্কায় ইডেনে আহত পুলিশকর্মী, কাতরালেন যন্ত্রণায়

Last Updated:

RCB vs LSG At Eden: প্রচণ্ড গতিতে উড়ে আসা বল ধরতে গিয়েছিলেন ওই পুলিশকর্মী।

#কলকাতা: বাউন্ডারি-ওভার বাউন্ডারির ছড়াছড়ি। বুধবার ইডেনে আরসিবি বনাম এলএসজি-র ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের টিকিটের পয়সা উসুল। আরসিবির ব্যাটার রজত পাতিদারের দুরন্ত সেঞ্চুরি। তার উপর আরসিবির ২০০ রান। সব মিলিয়ে ইডেনে আইপিএল এলিমিনেটর ম্যাচ জমজমাট।
আইপিএল ২০২২-এ বুধবারের এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির কাছে ১৪ রানে হেরেছে এলএসজি। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অভিযান শেষ হয়েছে। তবে এবারই প্রথম আইপিএল খেলল এলএসজি। আর প্রথমবারেই দুরন্ত পারফর্ম করল তারা।
আরও পড়ুন- আইপিএল ফাইনাল জিতবে কে? বিরাট, হার্দিকের মধ্যে কাকে বেছে নিলেন শাস্ত্রী
এদিন এলএসজি-র ব্যাটসম্যান দীপক হুডার একটি ছক্কা নিয়ে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আসলে এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস-এর ব্যাটসম্যান দীপক হুডার বিরাট ছক্কায় ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ম্যাচে ডিউটিতে থাকা এক পুলিশকর্মী আহত হয়েছেন। হাতে বল লাগার পর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সেই পুলিশকর্মী।
advertisement
advertisement
লখনউ সুপার জায়ান্টস-এর ইনিংসের অষ্টম ওভারের পঞ্চম বলে ব্যাটসম্যান দীপক হুডা একটি বিরাট ছক্কা মেরেছিলেন। আরসিবি-র বাঁহাতি স্পিনার শাহবাজ আহমেদের বলে দীপক হুডা ওই ছক্কাটি মেরেছিলেন। বল সরাসরি ইডেন গার্ডেন স্টেডিয়ামে ম্যাচে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মীর হাতে গিয়ে লাগে। তার পরই যন্ত্রণায় বেশ কিছুক্ষণ কাতরাতে থাকেন তিনি।
বল সরাসরি হাতে লাগার পর ওই পুলিশকর্মী বেশ কিছুক্ষণ যন্ত্রণায় কাতরাতে থাকেন। সেই সময় ক্যামেরা তাঁকে ধরে। পুলিশকর্মীর হাতে বল লাগার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
advertisement
আরও পড়ুন- ইডেনে চিত্কার 'ডিকে..ডিকে', কেকেআরে থাকতে এত ভালবাসা পাননি দীনেশ কার্তিক
স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ওই পুলিশকর্মী আসলে বলটি ধরার চেষ্টা করছিলেন। কিন্তু বল ধরতে গিয়ে চোট পেয়ে বসেন তিনি। প্রচণ্ড গতিতে উড়ে আসা বল ধরতে গিয়ে হাতে ভালরকম চোট পান তিনি। তবে এর আগেও আইপিএলে বলের আঘাতে চোট পেয়েছেন অনেক দর্শক। যদিও মাঠে কর্তব্যরত পুলিশকর্মীদের বলের আঘাতে চোট পাওয়ার ঘটনা সেভাবে দেখা যায়নি।
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs LSG At Eden: বিরাট ছক্কায় ইডেনে আহত পুলিশকর্মী, কাতরালেন যন্ত্রণায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement