চার বছর তিনি কেকেআরে ছিলেন। কেকেআরের অধিনায়ক হওয়ার পর তাঁর নাম শুনে অনেকে গোপনে মুখ ব্যাজার করেছিলেন। তখন ডিকে-র জন্য কলকাতা বা ইডেন এত ভালাবাসা উজাড় করে দেয়নি, যতটা এদিন দিল।
4/ 6
কেকেআর থেকে আরসিবিতে গিয়ে নিজেকে যেন আবার নতুন করে প্রমাণ করছেন ডিকে। এখন তিনি রয়েছেন স্বপ্নের ফর্মে। যার জেরে আবার ভারতীয় দলে ডাকও পেয়েছেন। সেই ডিকের মোহে এথন আচ্ছন্ন দেশের গোটা ক্রিকেট সমাজ।
5/ 6
বুধবারের ইডেন ছিল বিরাট কোহলির আরসিবির সমর্থক। কোহলির জন্য গলা ফাটাল ইডেনের গ্যালারি। আর কেকেআরের প্রাক্তন ডিকের জন্যও ভালবাসাও খামতি রাখল না কলকাতা।
6/ 6
বিরাট কোহলি রান পেলেন না। ইডেনে রজত পাতিদারের সৌজন্যে লখনউকে হারাল আরসিবি। এবার কোয়ালিফায়ার ২-তে খেলতে হবে রাজস্থানের বিরুদ্ধে। আরও একবার ফাইনালের কাছাকাছি আরসিবি।