Mushfiqur Rahim: বাংলাদেশের মুশফিকুর রহিমকে ছাড়ল না কলকাতা পুলিশও! মজার ছলে বিশেষ বার্তা লালবাজারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Police Made Fun to use Mushfiqur Rahim obstructing the field out Photo: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' বাংলাদেশের মুশফিকপর রহিম। বিশ্বের ১১ তম ব্যাটার হিসেবে এই বিরল আউট হয়েছেন। যা নিয়ে নেট দুনিয়ায মিমের ছড়াছড়ি। ছাড়ল না কলকাতা পুলিশও।
কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ বাংলাদেশের মুশফিকুর রহিম। বিশ্বের ১১ তম ব্যাটার হিসেবে এই বিরল আউট হয়েছেন। যাকে ‘হ্যান্ডলিং দ্যা বল’ আউটও বলা হয়ে থাকে। তবে মুশফিকুর যেভাবে উইকেটের বাইরের বলকে হাত দিয়ে সরিয়ে আউট হয়েছেন তা খুব একটা দেখা যায় না। নেটিজেনরা অনেকেই একে ‘সুইসাইড’ বলে ব্যঙ্গ করেছেন। এবার কলকাতা পুলিশও ছাড়ল না মুশফিকুরকে।
মুশফিকুর আউটের ছবি দিয়ে কলকাতা পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। বাংলাদেশি ব্যাটারের আউট হওয়া ধরনকে ব্যবহার করে সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। পোস্টে কলকাতা পুলিশের তরফ থেকে ক্যাপশনে লেখা হয়েছে,’লিঙ্ক হোক বা বল ছুঁলেই গ্যাঁড়াকল’। কলকাতা পুলিশের এই পোস্ট মুহর্তে ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
আসলে কলকাতা পুলিশ মনে করিয়ে দিতে চেয়েছে মোবাইলে আসা যে কোনও লিঙ্কে যেন ক্লিক না করা হয়। যার ফলে অনলাইন জালিয়াতির শিকার হতে পারে যে কেউ। ব্যাঙ্ক থেকে খোয়া যেতে পারে টাকাও। তাই ডেড হওয়ার আগে বল ও মোবাইলের লিঙ্ক দুই ছুঁলেই বিপদের বার্তা দিয়েছে কলকাতা পুলিশ।
advertisement
advertisement
#BANvNZ #MushfiqurRahim #scammer #BeVigilant #CyberSafety pic.twitter.com/t6zUhG5b0c
— Kolkata Police (@KolkataPolice) December 6, 2023
advertisement
প্রসঙ্গত, মীরপুরে দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু মাত্র ১৭২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। বিরল আউট হওয়ার পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানও করেন মুশফিকুর রহিম। দিনের শেষে চাপে নিউজিল্যান্ডও। কিউইদের স্কোর ৫৫ রানে ৫ উইকেট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 11:01 PM IST