KKR vs RR: ম্যাচের আগে কী করল গোটা কেকেআর দল? ছবি না দেখলে বিশ্বাস করতে পারবেন না
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024, KKR vs RR: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর মর্যাদার লড়াইয়ে নামতে চলেছে কলকাতা নাইটরাইডার্স। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
কলকাতা: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর মর্যাদার লড়াইয়ে নামতে চলেছে কলকাতা নাইটরাইডার্স। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। লিগ টেবিলে বর্তমানে এক নম্বরে সঞ্জু স্যামসনের দল। দুইয়ে শ্রেয়স আইয়ারের কেকেআর। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। কেকেআর জিততে পারলেই দখল করবে ‘সিংহাসন’।
কিন্তু মেগা হাইভোল্টেজ ম্যাচের আগে বিন্দাস মুডে পাওয়া গেল গোটা কেকেআর দলকে। রবিবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের একদিনের মধ্যেই ফের ম্যাচ। সেই কারণে সোমবার অনুশীলন রাখেননি গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা। অনুশীলন না থাকায় সুইমিং পুলে সময় কাটাল গোটা দল। নিজেদের মধ্যে বন্ডিং আরও ভাল তৈরি করার জন্যই এই উদ্যোগ কেকেআর টিম ম্যানেজমেন্টের।
advertisement
Cool down by the pool on our rest day 🌊 pic.twitter.com/o9HfMf7olr
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2024
advertisement
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2024
কেকেআরের তরফ থেকে প্লেয়ারদের পুল সেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। য়েখানে বিন্দাস মুডে পাওয়া গেল সুনীল নারিন, আন্দ্রে রাসেল থেকে শুরু করে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মিচেল স্টার্কদের। পুল সেশনে নানা অ্যাক্টিভিটিও করেন ক্রিকেটরার। যেই সকল ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
advertisement
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2024
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2024
advertisement
প্রসঙ্গত, কেকেআরের এমন সিদ্ধান্তের পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। রবিবার দুপুরের ম্যাচে কলকাতার তীব্র গরমে খেলে ক্লান্ত প্লেয়াররা। তাই মাঝের একটা দিন বিশ্রাম নিলে মঙ্গলবার ম্যাচে অনেক বেশি সতেজ হয়ে মাঠে নামবে সকলে। এছাড়া মরশুমের শুরু থেকেই এই দল একসঙ্গে অনুশলন করছে। যার ফলে একদিন অনুশীলন না করলে তেমন কোনও বড় ক্ষতি হবে না বলেই মনে করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 4:22 PM IST