Kolkata Football League: কলকাতা ফুটবল লিগে গড়াপেটার অভিযোগ ! তদন্তের জন্য পুলিশকে চিঠি আইএফএ-র
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Kolkata Football League Match Fixing: এই ম্যাচের বিষয়ে তদন্ত করার জন্য কলকাতা পুলিশের কাছে চিঠি দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যাচ গড়াপেটা বিতর্কের নিষ্পত্তি টানতে কোনও রাজ্য ক্রীড়া নিয়ামক সংস্থার পুলিশের দ্বারস্থ হওয়ার ঘটনা এই প্রথমবার ঘটল।
কলকাতা: চলতি মরুশুমে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে এবার গড়াপেটার অভিযোগ ! পিয়ারলেস স্পোর্টস ক্লাব ও টালিগঞ্জ অগ্রগামীর মধ্যে ম্যাচটিতে গড়াপেটার অভিযোগ উঠেছে। এই ম্যাচের বিষয়ে তদন্ত করার জন্য কলকাতা পুলিশের কাছে চিঠি দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যাচ গড়াপেটা বিতর্কের নিষ্পত্তি টানতে কোনও রাজ্য ক্রীড়া নিয়ামক সংস্থার পুলিশের দ্বারস্থ হওয়ার ঘটনা এই প্রথমবার ঘটল।
টালিগঞ্জ বনাম পিয়ারলেস ম্যাচের একমাত্র গোল নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। গত ১৮ জুলাই চুঁচুড়ায় পিয়ারলেস একমাত্র গোলে টালিগঞ্জকে হারায়। সেই গোল নিয়ে ‘অ্যান্টি ম্যাচ ফিক্সিং’ সংস্থা আইএফএ-কে চিঠি পাঠিয়ে সতর্ক করে। এর আগে ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটা সিবিআই পর্যন্ত গড়িয়েছে। যা এখনও তদন্তাধীন।
advertisement
advertisement
এদিন ম্যাচের ৮৭ মিনিটের মাথায় গোল করেন পিয়ারলেসের সাজন সাহানি । এবং ম্যাচটি জিতেও যায় তারা। এই গোলের ক্ষেত্রেই অভিযোগ উঠেছে। অভিযোগ সেই সময় ডিফেন্সে পিয়ারলেসের ফুটবলাররা অনেকেই সাজনের সামনে থাকলেও তারা তাকে আটকাতে যাননি। ফলে প্রায় বিনা বাধায় এসে গোল করে দিয়ে যান তিনি। সাহানি গোল করতে এগিয়ে যাওয়ার সময় সামনে ছিলেন শুধুমাত্র একজন ডিফেন্ডার ও গোলকিপার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 11:24 AM IST