বিশ্বকাপের কোন পাঁচটি ম্যাচ ইডেনে, দেখে নিন, কলকাতায় খেলবে টিম ইন্ডিয়াও
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Eden: বিশ্বকাপের কোন কোন ম্যাচ ইডেনে, দেখে নিন।
কলকাতা: ভারতে আয়োজিত হবে এবারের বিশ্বকাপ। তা নিয়ে এমনিতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের আনন্দের সীমা নেই। তবে অনেকেই হয়তো ভেবেছিলেন, কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ হবে। সেটা হচ্ছে না। তবে ভারতের দুই প্রতিবেশী দেশ- পাকিস্তান ও বাংলাদেশ খেলবে ইডেনে।
বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ আয়োজিত হবে ইডেনে। দ্বিতীয় সেমিফাইনাল ছাড়াও ইডেনে হবে গ্রুপ পর্বের ম্যাচ। দেখে নিন বিশ্বকাপে ইডেনে ম্যাচ—
advertisement
ইডেনে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়া গ্রুপ পর্বে খেলবে একটি ম্যাচ। দুর্গা পুজোর পরই কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। অর্থাৎ পুজোর পরই বিশ্বকাপের আনন্দে মেতে উঠবে কলকাতা।
advertisement
আরও পড়ুন- বাংলার মেয়ে ঝুলন সম্মানিত ব্রিটিশ ক্রিকেটের সর্বোচ্চ সন্মানে! গর্বিত দেশ
কিছুদিন আগে জানা গিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইডেনে বেশিরভাগ ম্যাচ খেলার জন্য আর্জি জানিয়েছিল। আহমেদাবাদে ম্যাচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আপত্তি জানিয়েছিল।
আরও পড়ুন- ১৯৯৬-এর পর ফের ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল! সঙ্গে একাধিক হাইভোল্টেজ ম্যাচ
১৯৯৬ সালের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ পেয়েছিল ইডেন। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেবার ইডেনে খেলেছিল ভারতীয় দল। সেবার ভারতীয় দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। তারাই শেষ পর্যন্ত ১৯৯৬ বিশ্বকাপ জেতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 1:39 PM IST