ODI World Cup 2023: ১৯৯৬-এর পর ফের ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল! সঙ্গে একাধিক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে পারে কলকাতা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023: বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ আয়োজনের দায়িত্ব যে ইডেন গার্ডেন্স পাচ্ছে না তা একপ্রকার আগেই ঠিক হয়ে গিয়েছিল। যার ফলে খানিক হতাশ ছিলেন বাংলার ফ্যানেরা। তবে এবার সূত্র মারফত জানা যাচ্ছে বিশ্বকাপের একটি সেমি ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ইডেন গার্ডেন্স।
কলকাতা: সব কিছু ঠিকঠাক থাকলে ২৭ জুন অর্থাৎ মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষিত হতে চলেছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩–এর সূচি। তবে তার আগে কলকাতা তথা বাংলার ক্রিকেটে প্রেমিদের জন্য সুখবর। বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ আয়োজনের দায়িত্ব যে ইডেন গার্ডেন্স পাচ্ছে না তা একপ্রকার আগেই ঠিক হয়ে গিয়েছিল। যার ফলে খানিক হতাশ ছিলেন বাংলার ফ্যানেরা। তবে এবার সূত্র মারফত জানা যাচ্ছে বিশ্বকাপের একটি সেমি ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ইডেন গার্ডেন্স।
বিশ্বকাপ উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সের সংস্কারের কাজ আগেই শুরু হয়ে গিয়েছে। কোনও বড় ম্যাচ আয়োজন করার দাবি আগেই বিসিসিআইকে জানিয়ে রেখেছিল সিএবি। ভারত-পাতিস্তান ম্যাচ না হলেও খুব সম্ভবত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে ইডেন। এর সঙ্গে বিশ্বকাপের প্রেস্টিজিয়াস একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব কম সম্মানের নয়। ১৯৯৬- এর পর ফের ইডেনে আবার হতে পারে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল। সূত্র মারফত যা খবর তাতে বিশ্বকাপের একটি সেমিফাইনাল হবে ইডেন গার্ডেন্সে ও অপরটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে।
advertisement
Kolkata’s Eden Gardens and Mumbai’s Wankhede stadiums likely venues for ICC World Cup 2023 semifinals: Sources pic.twitter.com/wRaVBabceP
— ANI (@ANI) June 26, 2023
advertisement
তবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ও সেমিফাইনাল ছাড়া আরও বেশ কিছু ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে পারে ইডেন। তার মধ্যে অন্যতম হল পাকিস্তান বনাম বাংলাদেশের মেগা ম্যাচ। ফলে বাবর-শাকিবদের হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে পারে সিটি অফ জয়। এছাড়া বাংলাদেশের আরও একটি ম্যাচ এবং অন্য কোনও দলের একটি ম্যাচ ইডেন পাওয়া সম্ভাবনা প্রবল। ফলে বিশ্বকাপের একাধিক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা।
advertisement
প্রসঙ্গত, এর আগে ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী যে খসড়া সূচি সামনে এসেছিল তাতে ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে ৫ অক্টোবর থেকে। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই আহমেদাবাদে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যদিও খসড়া সূচিতে সেমিফাইনালের ভেন্যু প্রকাশ করা হয়নি। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে মেগা ফাইনাল।
advertisement
খসড়া অনুযায়ী ভারতের সম্পূর্ণ সূচি:
৮ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া, চেন্নাই
১১ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান, দিল্লি
১৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান, আহমেদাবাদ
১৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ, পুণে
২২ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড, ধর্মশালা
২৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড, লখনউ
২ নভেম্বর: ভারত বনাম কোয়ালিফায়ার, মুম্বাই
৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, কলকাতা
advertisement
১১ নভেম্বর: ভারত বনাম কোয়ালিফায়ার, বেঙ্গালুরু
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 9:01 PM IST