Jhulan Goswami: বাংলার মেয়ে ঝুলন সম্মানিত ব্রিটিশ ক্রিকেটের সর্বোচ্চ সন্মানে! গর্বিত দেশ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন ঝুলন গোস্বামী
লন্ডন: ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন ঝুলন গোস্বামী। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে এবার সদস্য হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মর্গ্যান এবং ইংল্যান্ডের মহিলা দলের অধিনায়ক হেথার নাইট। আন্তর্জাতিক ক্রিকেটজীবনে ১২টি টেস্টে ৪৪টি উইকেট এবং ২৭২টি সীমিত ওভারের ম্যাচে ৩১১টি উইকেট রয়েছে ঝুলনের।
গত এপ্রিলে ঝুলনকে আজীবন সদস্য পদ দিয়েছিল এমসিসি।গত বছর লর্ডসেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন ঝুলন। সেই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।এরপর থেকেই একের পর এক সন্মান পেতে থাকেন তিনি।মহিলাদের ক্রিকেটে নিজের সেরা সময় ঝুলন ছিলেন অন্যতম দ্রুত গতিসম্পন্ন বোলার।তাই তার এই সম্মান পাওয়া নিশ্চিত ছিল বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।
advertisement
🏴 Heather Knight
🏴 Eoin Morgan
🇮🇳 Jhulan GoswamiThree big names added to MCC’s World Cricket committee 👇https://t.co/APGa7EsAC5
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 26, 2023
advertisement
কিন্তু মহিলা ক্রিকেটারকে এই সন্মান দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।তবে এ নিয়ে গ্যাটিং বলেছেন, আমরা মহিলা প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি করছি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে মহিলাদের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ঝুলন, হেথার ছাড়াও কমিটিতে ক্লেয়ার কনর এবং সুজ়ি বেটস রয়েছে। ওদের মতামতও ক্রিকেটের জন্য জরুরি।
advertisement
তিনি আরো বলেন, ঝুলন, হেথার এবং মর্গ্যানকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ওরা তিন জনই আন্তর্জাতিক পর্যায়ে দুর্দান্ত পারফরমার। ক্রিকেট সম্পর্কে ওদের অভিজ্ঞতা, জ্ঞান আমাদের কমিটিকে আরও সমৃদ্ধ করবে।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 11:20 AM IST