Kolkata Derby 2022: ডার্বিতে আজ এটিকে মোহনবাগানই ফেভারিট! কিছুই হারানোর নেই ইস্টবেঙ্গলের

Last Updated:

Kolkata Derby 2022: মোহনবাগানের লক্ষ্য প্রথম চার। ইস্টবেঙ্গলের আজ ডার্বিতে কিছুই হারানোর নেই।

#কলকাতা: আজ ডার্বি (Kolkata Derby 2022) জিতবে ইস্টবেঙ্গল (SC East Bengal)? অতি বড় লাল-হলুদ সমর্থকও এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমতা আমতা করবেন। কারণটা আর নতুন করে বলে দিতে হয় না। ফার্স্ট লেগে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সামনে দাঁড়াতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। তবে এখন আগের থেকে কিছুটা সামলে উঠেছে লাল-হলুদ শিবির। তবে ফাঁক-ফোকড় এখনও অনেক। ফলে আজ যে কেউ এক কথায় মেনে নেবেন, ডার্বিতে ফেভারিট এটিকে মোহনবাগান।
ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্যও বলছেন, এই ডার্বিতে ইস্টবেঙ্গল এসসি ড্র করতে পারলেই অনেক। এদিকে ইস্টবেঙ্গল এসসি কোচ মারিও রিভেরা (Mario Rivera) এক কথায় মেনে নিচ্ছেন, শনিবারের ডার্বিতে এটিকে মোহনবাগান অনেক এগিয়ে।
আরও পড়ুন- রয় কৃষ্ণ নিয়ে ধোঁয়াশা রেখেই কলকাতা ডার্বিতে নামছে এটিকে মোহনবাগান
অনেকে বলছেন, বড় ম্যাচের আগে মাইন্ডগেম খেলছেন লাল-হলুদ কোচ। তবে বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমনটা মনে করার কোনও কারণ নেই। এটিকে মোহনবাগানের দলটা মোটামুটি একই আছে। যদিও বিপক্ষ সম্পর্কে কিছুটা আইডিয়া রয়েছে রিভেরার। তবে সেই অভিজ্ঞতা আজ কাজে লাগে কি না সেটাই এখন দেখার।
advertisement
advertisement
রেনেডি সিং সাময়িক দায়িত্ব নেওয়ার পর ছন্নছাড়া ইস্টবেঙ্গল দলটাকে কিছুটা গুছিয়ে তুলতে পেরেছিলেন। তবে তিনি দায়িত্ব থেকে সরতেই ফের অবস্থা আগের মতোই। রিভেরা দলের দায়িত্ব নিতে আবার সেই ধারাবাহিকতার অভাবে ভূগছে ইস্টবেঙ্গল। এমন পরিস্থিতিতে বড় ম্যাচ খেলতে নেমে জয়ের আশা হয়তো খোদ ইস্টবেঙ্গল কোচও করবেন না।
প্রথম লেগে শুরুতেই দুই গোল খেয়ে বসেছিল ইস্টবেঙ্গল। তার ফলে চাপ ছিল প্রথম থেকে। আজ তাই রিভেরা হয়তো সবার আগে ডিফেন্স মজবুত করতে চাইবেন। তবে ইস্টবেঙ্গল এই মুহূর্তে সব থেকে বেশি ভুগছে বিদেশীদের পারফরম্যান্স নিয়ে। পেরোসেভিচ মন্দের ভাল। বাকিরা ডার্বির মতো বড় ম্যাচে আদৌ ভাল পারফর্ম করতে পারবে কি না, তা নিয়ে হয়তো সমর্থকরাও সন্দিহান।
advertisement
আরও পড়ুন- ডার্বিতে চাপ এটিকে মোহনবাগানের ওপর, বলছেন ইস্টবেঙ্গল কোচ মারিও
ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরা এর আগে কখনও ডার্বিতে হারেননি।২০১৮-১৯ আই লিগে দুবারই মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তখন আলেয়ান্দ্রো মেনেনদেজের সহকারী ছিলেন রিভেরা। ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ডার্বি। তাঁর দল এখন লাস্ট বয়। আজ জিতলে মান বাঁচবে, সঙ্গে একটু উপরের দিকে ওঠাও যাবে। আর মোহনবাগান আজ ঝাঁপাবে প্রথম চারে জায়গা পাকা করার লক্ষ্যে।
বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Derby 2022: ডার্বিতে আজ এটিকে মোহনবাগানই ফেভারিট! কিছুই হারানোর নেই ইস্টবেঙ্গলের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement