East Bengal Kolkata Derby : দর্শক ভর্তি যুবভারতীর ভিডিও দেখিয়ে পেরোসেভিচদের তৈরি করছেন ইস্টবেঙ্গল কোচ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
SC East Bengal coach Mario Rivera confident about Kolkata Derby in ISL. ডার্বিতে চাপ মোহনবাগানের ওপর বলছেন ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা
#গোয়া: রাত পোহালেই কলকাতা ডার্বি। বাঙালির সেই চিরকালীন আবেগের ম্যাচ। একটা দিনের জন্য হলেও বাঙালির দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ম্যাচ। বাংলার ম্যাচ। অথচ গত দু'বছর ধরে করোনার কারণে হচ্ছে গোয়াতে। এই ম্যাচটা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হলে কী হত, সেটা জানেন না অর্ধেক ইস্টবেঙ্গল ফুটবলার। রফিক, অরিন্দম ভট্টাচার্য, অঙ্কিত মুখোপাধ্যায়, সৌরভ দাসদের থেকে অবশ্য ভিন রাজ্যের ফুটবলাররা কিছুটা ধারণা নিতে পেরেছেন।
আর বিদেশি ফুটবলারদের জন্য নতুন উপায় খুঁজে বের করেছেন কোচ মারিও রিভেরা। স্প্যানিশ ম্যানেজার যখন আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সরকারি ছিলেন, তখন দর্শক ভর্তি যুবভারতী স্টেডিয়ামে ডার্বি ম্যাচে থাকার অভিজ্ঞতা হয়েছে। শনিবার গোয়ার ফতরদা স্টেডিয়ামে নামার আগে মার্সেলো, পেরোসেভিচ, ফ্রানজ, সিডলদের দর্শক ভর্তি যুবভারতীতে ডার্বির কিছু ভিডিও দেখিয়েছেন তিনি।
advertisement
advertisement
এই ম্যাচটাকে ঘিরে সমর্থকদের মধ্যে কতটা প্রত্যাশা এবং টেনশন থাকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছেন অনভিজ্ঞ ফুটবলারদের। গোয়ার মাঠে দর্শক থাকবে না। কিন্তু টিভিতে লাখ লাখ সমর্থক ম্যাচটা দেখবে ইস্টবেঙ্গলের জয়ের আশায়। মারিও ফুটবলারদের অনুরোধ করেছেন সম্মানের ম্যাচে নিজেদের জান লড়িয়ে দিতে। প্রাক্তন ফুটবলাররা বেশিরভাগ ইস্টবেঙ্গলকে আন্ডার ডগ বলছেন।
advertisement
— SC East Bengal (@sc_eastbengal) January 28, 2022
মারিও তার ফুটবলারদের মোটিভেট করার জন্য বলেছেন ৯০ মিনিটে তোমাদের প্রমাণ করতে হবে ফুটবল পণ্ডিতরা ভুল। দুই দলের প্রথম লেগের সাক্ষাৎকারে অনায়াসে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। তিলক ময়দানে ৩-০ ইস্টবেঙ্গলকে হারিয়েছিল তারা। কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। অনেক পরিবর্তন ঘটেছে। দুটো দলের হেড কোচ বদলে গিয়েছে।
advertisement
মাঝে করোনার প্রকোপে ভুগতে হয়েছে দুটো দলকেই। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। মারিওর কোচিং গোয়ার বিরুদ্ধে প্রথম জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। সর্মথকরা আশা করেছিলেন এবার বোধহয় চাকা ঘুরতে শুরু করেছে। কিন্তু পরের ম্যাচেই হায়দারাবাদ ৪-০ উড়িয়ে দিয়েছে লাল-হলুদকে।
ডার্বির আগে যেটা রক্তচাপ বাড়াবে সমর্থকদের। কিন্তু মারিও ভয় পাওয়ার লোক নন। পরিষ্কার জানিয়ে দিলেন হায়দারাবাদ ম্যাচে কী হয়েছিল তার ওপর নির্ভর করবে না ডার্বির ভবিষ্যৎ। ফুটবলারদের মোটিভেট করার প্রয়োজন নেই। যারা এই ম্যাচ খেলেছে তাদের থেকেই বাকিরা এই ম্যাচের গুরুত্ব এবং ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহাল।
advertisement
এটিকে মোহনবাগান ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচে ড্র করেছে। মারিও মনে করেন ডার্বিতে চাপ বেশি থাকবে এটিকে মোহনবাগানের ওপর। প্লে অফ জায়গা নিশ্চিত করতে মরিয়া থাকবে তারা। তাই তিন পয়েন্ট হবে একমাত্র লক্ষ্য। সবুজ মেরুনের অসংখ্য পাস এবং দৌড় বন্ধ করতে হবে। অনুশীলনে সেভাবেই ফুটবলারদের তৈরি করেছেন মারিও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 6:28 PM IST