অলিম্পিক কমিটির বৈঠক হবে মুম্বইতে, বহু বছরের গর্বের ইতিহাস ছড়িয়ে এই শহরের অলিগলিতে

Last Updated:

ধীরে ধীরে বদলে যাচ্ছে মুম্বইয়ের ক্রীড়া মানচিত্র। ক্রিকেটের চেনা ছকের বাইরেও অনেক ধরনের খেলার সঙ্গে পরিচিত হচ্ছেন এখানকার এবং সারা দেশের মানুষ।

 ক্রিকেটের চেনা ছকের বাইরেও অনেক ধরনের খেলার সঙ্গে পরিচিত হচ্ছেন এখানকার এবং সারা দেশের মানুষ।
ক্রিকেটের চেনা ছকের বাইরেও অনেক ধরনের খেলার সঙ্গে পরিচিত হচ্ছেন এখানকার এবং সারা দেশের মানুষ।
মুম্বই: মুম্বই মানেই আরব সাগরের তীরে ভারতের বাণিজ্যিক ক্যাপিটাল । মুম্বই মানেই বলিউড। মুম্বই মানেই সচিন তেন্ডুলকর আর ক্রিকেট।
কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে মুম্বইয়ের ক্রীড়া মানচিত্র। ক্রিকেটের চেনা ছকের বাইরেও অনেক ধরণের খেলার সঙ্গে পরিচিত হচ্ছেন এখানকার এবং সারা দেশের মানুষ। তারই হাত ধরে এই বছর মুম্বইতে বসতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন।
advertisement
advertisement
আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অত্যাধুনিক জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম এই সম্মেলন। এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিক গেমসের এই সম্মেলন আয়োজিত হতে চলেছে ভারতে। এর আগে ১৯৮৩ সালে প্রথমবার এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল নয়াদিল্লিতে।
advertisement
মুম্বই ভারতের অর্থনৈতিক রাজধানী। এক বিচিত্র শহর যা ভারতের বিবিধের মাঝে মহান মিলনের প্রতিভূ, সেকথা বলাই যায়। কোনও সন্দেহ নেই যে, ক্রীড়া ক্ষেত্রে মুম্বইয়ের প্রধান পরিচয় ক্রিকেটে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মালিকানাধীন ওয়াংখেড়ে স্টেডিয়াম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঁচবারের বিজয়ী মুম্বই ইন্ডিয়ানসের ঘরের মাঠ। শহরের বিখ্যাত ময়দান – আজাদ ময়দান, ওভাল ময়দান এবং ক্রস ময়দান খেলাধুলোর জগতে সুপরিচিত।
advertisement
কিন্তু তার বাইরেও রয়েছে একটা বিস্তৃত পরিসর। মুম্বইতে প্রতি বছর আন্তর্জাতিক ম্যারাথনের আয়োজন করা হয়। এটি IAAF গোল্ড লেভেল রোড রেস-এর শ্রেণিভুক্ত।
মুম্বইয়ের মহিলা ক্রীড়াবিদরা আন্তর্জাতিক মঞ্চে বহুবার নিজেদের কৃতিত্বের প্রদর্শন করেছেন। লীলা রো দয়াল প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ জিতেছিলেন। সেটা ১৯৩৪ সালের কথা। সাঁতারু ডলি নাজির ১৯৫২ সালের গ্রীষ্মকালীন হেলসিঙ্কি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার ফ্রিস্টাইলে যোগ দিয়েছিলেন।
advertisement
২০২২ সালে হাংঝাউ এশিয়ান গেমসে, মুম্বইয়ের ছেলে চিরাগ শেঠি ও সাত্ত্বিক সাইরাজ রেড্ডি ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। এশিয়ান গেমসে পুরুষদের স্কোয়াশে তিনবারের পদকজয়ী, মহেশ মনগাঁওকর হাংঝাউতে স্বর্ণ পদক জয়ী দলের সদস্য ছিলেন। সানীল শেঠি কমনওয়েলথ গেমসে পুরুষদের টেবিল টেনিসে তিনবার পডিয়াম ফিনিশ করেছিলেন। অপর্ণা পোপট কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টনে চারটি পদক জিতেছিলেন।
advertisement
সদ্য শুরু হয়েছে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ। মুম্বইবাসীর নজর এখন সেদিকেই। সকলেই আশা করছেন ঘরের মাঠে এবার ভারতই চ্যাম্পিয়ন হবে। দলের অধিনায়কও একজন মুম্বইবাসী, মাস্টার ব্যাটার।
এরই মধ্যে শহরে অলিম্পিক কমিটির বৈঠক নিয়ে দারুন উৎসাহী গোটা দেশ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অলিম্পিক কমিটির বৈঠক হবে মুম্বইতে, বহু বছরের গর্বের ইতিহাস ছড়িয়ে এই শহরের অলিগলিতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement