সেলিব্রেশনের সময় কেন স্টেজ থেকে মইন-রাশিদকে নামিয়ে দিলেন বাটলার, জানা গেল আসল কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপের ফাইনালে হার পাকিস্তানের। ৫ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। ফাইনালের পর সেলিব্রেশনের সময় কেন মইন আলি ও আদিল রাশিদকে স্টেজ থেকে নামিয়ে দিলেন জস বাটলার, জানা গেল কার কারণ।
#মেলবোর্ন: টি-২০ বিশ্বকাপ জয়ের পর স্টেজে ট্রফি নিয়ে চলছে সেলিব্রেশন। ট্রফি হাতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। পাশে বসে ফটো সেশন করছেন মইন আলি ও আদিল রাশিদ সহ অন্যান্য ব্রিটিশ ক্রিকেটাররা। কিন্তু হঠাৎই বাটলার স্টেজ থেকে নেমে যেতে বললেন মইন ও রাশিদকে। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। বাটলার কেনও হঠাৎ এমন করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
কিন্তু পরে ইংল্যান্ড অধিনায়কের এহেম আচরণের কারণ জানা যায়। যা জানার পর রাগ নয়, বাটলারের প্রতি সম্মানই জন্মেছে নেটিজেনদের। আসলে ট্রফি জয়ের পর কিছুক্ষণ সেলিব্রেশন করার পর শ্যাম্্পেন খোলার মুহূর্ত ছিল। ইসলামের আদর্শ মেনে আদিল রশিদ ও মইন আলি অ্যালকোহল থেকে দূরে থাকেন। তাই শ্যাম্পেন সেলিব্রেশনের সময় মইন ও রাশিদকে তা আগে থেকে জানিয়ে দেন বাটলার। তাই তারা স্টেজ থেকে নেমে যান।
advertisement
Respect for religious diversity is an essential element of any peaceful society.
Here England captain Jos Buttler asked Adil Rashid and Moeen Ali to leave before they celebrated with champagne. Respect.#ENGvsPAK #T20WorldCup22 #T20WorldCupFinal pic.twitter.com/Tu9pvqKZba — Mohd Shahnawaz Hussain (@Mohd_S_Hussain) November 13, 2022
advertisement
advertisement
সতীর্থদের ধর্মীয় ভাবাবেগের কথা যেওই রকম উচ্ছ্বাসের মুহুর্তেও মনে রেখেছেন জস বাটলার তা সকলের মন জয় করে নেয়। নেটিজেনরাও বাটলারের এই সচেতনতার জন্য তার প্রশংসা করেছেন। তিনি প্রকৃতপক্ষে যথার্থ দলনেতা এই ঘটনাও তার অন্যতম প্রমাণ হিসেবে দেখছেন সকলে।
advertisement
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে মেলবোর্নে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 7:26 PM IST