KL Rahul on IND vs SA : কেমন হবে সেঞ্চুরিয়ানে ভারতীয় দলের কম্বিনেশন? মুখ খুললেন কে এল রাহুল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
KL Rahul hints India will play with 5 bowlers. সেঞ্চুরিয়ান টেস্টে রাহানে এবং শ্রেয়স আইয়ারের মধ্যে খেলবেন কে ?
পাঁচ বোলার ফর্মুলা থেকে বেরোনো ইচ্ছে নেই ভারতের। ওপেনিং করবেন রাহুল নিজের এবং আগারওয়াল। এরপর চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন পাঁচ নম্বরে কে নামবে? অজিঙ্কা রাহানে অভিজ্ঞ ব্যাটসম্যান হলেও দীর্ঘদিন তিনি ফর্মে নেই। আবার বিদেশের মাঠে তার অভিজ্ঞতা ফেলে দেওয়ার নয়।
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে রাহানে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু বর্তমান ফর্মের বিচারে তার থেকে এগিয়ে শ্রেয়স আইয়ার। কয়েক মাস আগেই কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শতরান করেছেন শ্রেয়স। ছন্দে আছেন। ছন্দে থাকা ব্যাটসম্যানকে খেলানো উচিত স্বাভাবিক বুদ্ধি তাই বলে।
advertisement
কিন্তু বিদেশের মাঠে টেস্ট রান করা আলাদা চ্যালেঞ্জ ।সহ-অধিনায়ক রাহুল (Vice Captain KL Rahul) জানালেন এই জায়গাটা নিয়ে ভারতের চিন্তাভাবনা চলছে। শুধু এই দুজন নন, আলোচনায় আছেন হনুমা বিহারী। কিন্তু পাঁচ বোলার নামানো নিয়ে দ্বিমত নেই ভারতের। শামি, বুমরাহ, সিরাজ, অশ্বিন। অল রাউন্ড এবিলিটি থাকার জন্য এবং ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে রান করার জন্য এগিয়ে থাকবেন শার্দুল ঠাকুর।
advertisement
ঠাকুর চোট না পেলে ইশান্ত শর্মার খেলা কঠিন। দক্ষিণ আফ্রিকা দলে নেই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এবং ফাফ ডু প্লেসি। প্রথম টেস্টের পর বাকি দুটি টেস্টে খেলবেন না কুইন্টন ডি কক। সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ফাস্ট বোলার নখিয়া। তবে এর ফলে ভারতীয় দলের অ্যাডভান্টেজ মানতে রাজি নন নতুন সহ-অধিনায়ক।
advertisement
রাবাডা আছেন। দীর্ঘদিন পর দলে কামব্যাক করেছেন ফাস্ট বোলার দুয়ান্নে অলিভার। রাহুল মনে করেন অলিভার এই মাঠে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারেন ভারতীয়দের সামনে। তাকে খেলার অভিজ্ঞতা নেই ভারতীয় ব্যাটিং লাইন আপের। তাছাড়া এলগার, বাভুমা, মার্করাম দক্ষ ব্যাটসম্যান। ভারতীয় দলের পক্ষে যথেষ্ট কঠিন লড়াই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2021 9:07 PM IST