IPL 2024 final: গম্ভীরের নেতৃত্বেই দু’বার আইপিএল জেতে কলকাতা, ফিরে দেখা সেই দুই ফাইনাল

Last Updated:

IPL Final KKR vs SRH: রবিবার চতুর্থ বারের জন্য আইপিএল ফাইনালে নামছে কেকেআর। আগে তিন বার ফাইনাল খেলে ২ বার আইপিএল জিতেছে- ২০১২ এবং ২০১৪ সালে। ১০ বছর পরে ফের আইপিএল জয়ের হাতছানি।

ফিরে দেখা ২০১২ এবং ২০১৪ আইপিএল ফাইনাল
ফিরে দেখা ২০১২ এবং ২০১৪ আইপিএল ফাইনাল
চেন্নাই: রবিবার চতুর্থ বারের জন্য আইপিএল ফাইনালে নামছে কেকেআর। আগে তিন বার ফাইনাল খেলে ২ বার আইপিএল জিতেছে- ২০১২ এবং ২০১৪ সালে। ১০ বছর পরে ফের আইপিএল জয়ের হাতছানি।
২০১২ সালে আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং কলকাতা। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯০ রান করে চেন্নাই। পরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১৯২ রান তুলে নেয় কলকাতা।
advertisement
২০১৪ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া আইপিএল ফাইনালে মুখোমুখি হয় কলকাতা এবং পঞ্জাব। পঞ্জাবের হয়ে ঋদ্ধিমান সাহার ৫৫ বলে ১১৫ রানের উপর ভর করে ১৯৯ তোলে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় ২০০ রান তুলে নেই কলকাতা। সেই ম্যাচে ৫০ বলে ৯৪ রান করে ম্যাচের সেরা হন মণীশ পাণ্ডে।
advertisement
রবিবার আইপিএল ফাইনালে মুখোমুখি হতে কলকাতা এবং হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারে এই হায়দরাবাদকে হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল কলকাতা। আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার চিপকে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমল তৈরি হয়েছে, রিমল বর্তমানে চেন্নাই থেকে ১৫০০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে, তবে রিমলের প্রভাবে চেন্নাইয়ের আবহাওয়ার কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
advertisement
আবহাওয়ার যদি কোনও পরিবর্তন হয় এবং বৃষ্টিতে যদি রবিবারের ফাইনাল ভেস্তে যায়, তা হলে সোমবারকে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। যদি এই দু’দিনের কোনও দিনই খেলা না হয় তা হলে লিগ টেবিলে সবার উপরে থাকার জন্য তৃতীয় বারের জন্য আইপিএল জিতবে কেকেআর।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 final: গম্ভীরের নেতৃত্বেই দু’বার আইপিএল জেতে কলকাতা, ফিরে দেখা সেই দুই ফাইনাল
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement