কেকেআর তৈরি! এবার নতুন 'হেডমাস্টার', কলকাতায় নাইটদের প্রথম ম্যাচ কবে? বড় আপডেট

Last Updated:

Kkr in Ipl 2024: এবার শহর কলকাতায় অনুশীলন শুরু করে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের আগে সাত দিনের বিশেষ অনুশীলন শিবির করবে কেকেআর। দলের মেন্টার গৌতম গম্ভীর এবং কোচ চন্দ্রকান্ত পন্ডিত প্রথম দিন থেকেই অনুশীলনে থাকবেন বলে খবর।

কলকাতা: আইপিএলের ঢাকে কাঠি পড়ল। এখনও সূচি ঘোষণা না হলেও একে একে প্রস্তুতি শুরু করে দিচ্ছে প্রায় সব ফ্রাঞ্চাইজি। ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
মুম্বইয়ে কেকেআরের একাডেমিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু হয়েছে। ভারতীয় দলের নেই এবং ঘরোয়া ক্রিকেটের রনজি খেলছেন না, সেইসব ক্রিকেটাররা নাইটের একাডেমিতে অনুশীলন করছিলেন দলের কোচ অভিষেক নায়ারে তত্ত্বাবধানে।
এবার শহর কলকাতায় অনুশীলন শুরু করে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের আগে সাত দিনের বিশেষ অনুশীলন শিবির করবে কেকেআর। দলের মেন্টর গৌতম গম্ভীর এবং কোচ চন্দ্রকান্ত পন্ডিত প্রথম দিন থেকেই অনুশীলনে থাকবেন বলে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন- সৌরভের মেয়ে হয়ে কেন সানা ক্রিকেট খেলেননি? উত্তর দিলেন ‘দাদা’, রয়েছে বড় কারণ
আগামী মাসের ১৫ তারিখ থেকে সাত দিনের শিবির করবে কেকেআর। সরকারিভাবে আইপিএলের সূচি ঘোষণা না হলেও মার্চের বাইশ তারিখ থেকে তার শুরু হতে পারে বলে খবর। ইতিমধ্যে আইপিএল সূচির খসড়া তৈরি করে রেখেছে বিসিসিআই।
advertisement
সূত্রের খবর, সেই সূচি অনুযায়ী ২৩ শে মার্চ ইডেনে কেকেআরের প্রথম ম্যাচ রয়েছে। কেকেআর টিম সূত্রে খবর, সাত দিনের এই শিবিরে প্রথম দিন থেকে প্রায় সব ক্রিকেটারকে পাওয়া যাবে। কয়েকজন বিদেশি ক্রিকেটারেরাও থাকবেন শুরুতেই।
রাসেল, নারিনদের সেই সময় চলে আসার কথা। তবে অধিনায়ক শ্রেয়াস আইয়ার শুরু থেকেই থাকবেন কি না এখনও চূড়ান্ত নয়। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন চোট পান তিনি। বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করছেন। ফলে শ্রেয়াস কবে থেকে ফিট হয়ে মাঠে নামতে পারবেন তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাইট শিবিরে যোগদানের বিষয়টি স্পষ্ট হচ্ছে না।
advertisement
আরও পড়ুন- ১৭ দিন পর সৌরভের আজ ‘খুশির সকাল’, তবে ৭ দিন পর থেকে আবার চিন্তা বাড়বে!
দলের মেন্টর গৌতম গম্ভীরের উদ্যোগে কলকাতার ইডেনে প্রস্তুতি শিবির করবে শাহরুখের দল। ইডেনের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে যাতে কোনওরকম অসুবিধে না হয় সেই কারণেই প্রস্তুতি শিবিরের ভাবনা।
ইতিমধ্যেই কেকেআর একাডেমিতে যে শিবির চলছে সেটাও গম্ভীরের পরামর্শেই শুরু হয়েছে। বিগত ১০ বছর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর। তাই দলের সবথেকে লাকি অধিনায়ককে মেন্টর হিসেবে নিযুক্ত করেছেন নাইট কর্ণধার কিং খান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআর তৈরি! এবার নতুন 'হেডমাস্টার', কলকাতায় নাইটদের প্রথম ম্যাচ কবে? বড় আপডেট
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement