#মুম্বই: একটা জয় পাল্টে দিয়েছে আবহ। কেটে গিয়েছে টানা পাঁচ ম্যাচে পরাজয়ের গুমোট। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় একইসঙ্গে প্লে-অফের সম্ভাবনাও জিইয়ে রেখেছে। এবং কলকাতা নাইট রাইডার্স শিবিরে এনেছে ফুরফুরে মেজাজ। শনিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার আগে যাতে ধরা পড়ছে আত্মবিশ্বাসের ছবি। অধিনায়ক শ্রেয়স আয়ারকে যেমন দেখা গিয়েছে জিমে ঘাম ঝরাতে। অজি পেসার প্যাট কামিন্সও ছিলেন সেখানে। দু’জনে জিমে একসঙ্গে গানের তালে নাচানাচিও করেম।
মজার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কামিন্স। আবার বিলিয়ার্ডস টেবিলে দেখা গেল সুনীল নারিনকে। তাঁর সঙ্গে ছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি। পাশাপাশি, নেটে নিজেকে উজাড় করেও দিচ্ছেন ক্রিকেটাররা। পেসার উমেশ যাদব বোলিং কোচ ভরত অরুণের প্রশংসা কুড়িয়েছেন। কোচ ব্রেন্ডন ম্যাকালামকে আবার গ্লাভস ছাড়াই ক্যাচ ধরে নজর কাড়লেন অনুশীলনের ফাঁকে।
সব মিলিয়ে লোকেশ রাহুলদের বিরুদ্ধে নামার আগে বেশ তরতাজা দেখাল নাইটদের। তবে তার মধ্যেও রয়েছে দুশ্চিন্তা। ওপেনিং যেমন জমাট বাঁধছে না। কিপার-ব্যাটসম্যান হিসেবে বাবা ইন্দ্রজিৎ এখনও রান পাননি। ফিনচও ধারাবাহিক নন। তুলনায় সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে জিতিয়ে ফিরেছেন রিঙ্কু সিং। মিডল অর্ডারে নীতীশ রানাকেও দেখাচ্ছে ছন্দে।The #KKRaoake night! 😍🎤
Can you guess the songs they sang? Video coming soon... 📹#KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/p3V8GLW9dC — KolkataKnightRiders (@KKRiders) May 6, 2022
অধিনায়ক শ্রেয়স আয়ারের ব্যাটে যদিও বড় রান আসছে না। এদিকে, কেকেআরের বোলিংয়ে প্রধান ভরসা হয়ে উঠেছেন উমেশ যাদব। পাওয়ার প্লে’র মধ্যে নিয়মিত উইকেট নিচ্ছেন তিনি। সুনীল নারিন অবশ্য বেশি উইকেট পাচ্ছেন না। তবে লাইন-লেংথে অভ্রান্ত থাকছেন ক্যারিবিয়ান রহস্যময় বোলার।
রাজস্থানের বিরুদ্ধে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার অনুকূল রায়ও নজর কেড়েছেন। আসলে নাইট ম্যানেজমেন্ট চাইছে দ্রুত সেরা কম্বিনেশন ঠিক করতে। কারণ, এই পর্যায়ে কোনও ম্যাচে হার মানেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।