মুম্বই: ভারতীয় ক্রিকেটে কোচ হিসেবে তার দুজন অমূল্য রতন রোহিত শর্মা এবং শার্দুল ঠাকুর। মুম্বইয়ের বিখ্যাত কোচ দীনেশ লাড এই মুহূর্তে প্রচন্ড বিরক্ত কেকেআর টিম ম্যানেজমেন্টের ওপর। ফোনে তিনি জানালেন, আমি জানিনা শার্দুলের কোনও চোট আছে কিনা। যদি না থাকে তাহলে ওকে কেন বসিয়ে দিল কেকেআর? মনে রাখবেন ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইডেনে ব্যাট হাতে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল ও।
তারপর আর দুটো ম্যাচ সুযোগ দিয়ে বাদ দিয়ে দেওয়া হল। মানছি বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। কিন্তু অলরাউন্ডার হিসেবে রাসেল কী করছে? বল হাতে কয়েকটা উইকেট পেয়েছে। কিন্তু ব্যাট হাতে পুরো ফ্লপ। তাছাড়া রাসেলকে রাখা মানে একটা বিদেশি কোটা খরচ হচ্ছে। চন্দ্রকান্ত পন্ডিত কি ভাবছেন জানি না। আমার ছাত্র বলে বলছি না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দলেও আছে ও।
দীনেশ স্যার নিশ্চিত শার্দুলকে আবার সুযোগ দিলে সে ব্যাট এবং বল দুটোতেই নিজেকে প্রমাণ করবে। এভাবে একজন ক্রিকেটারকে বাইরে রাখা তার আত্মবিশ্বাসে আঘাত দেয় জানালেন দীনেশ। নিলামে প্রায় ১১ কোটি টাকা দিয়ে শার্দুলকে দলে নিয়েছিল কলকাতা। এখন দেখার শনিবার ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার গুজরাতের বিরুদ্ধে শার্দুলকে প্রথম দলে ফিরিয়ে আনা হয় কিনা
Looking ekdom 👌, Knights! 🫶 Time to get myself some official KKR merchandise too 🤩@FanCode | @NitishRana_27 | @imShard | @rinkusingh235 | #AmiKKR | #TATAIPL pic.twitter.com/bW8F7T6dcs
— KolkataKnightRiders (@KKRiders) April 28, 2023
দীনেশ মনে করেন শার্দুলকে শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলিয়ে দিলে সফল হবেন তিনি। তবে মনে হয় না কেকেআর উইনিং কম্বিনেশন ভাঙবে। রাসেলকে তারা বসাবে এমন সম্ভাবনা কম। তবে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে শার্দুলকে ব্যবহার করা যেতে পারে। দীনেশ স্যার আশাবাদী তার ছাত্র সুযোগ পেলেন যোগ্য জবাব দেবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kkr, Shardul Thakur