IPL 2024: প্লে-অফে উঠেই বিসিসিআইয়ের শাস্তির কোপে রমনদীপ, কী করেছেন কেকেআর ব্যাটার?

Last Updated:

IPL 2024: কেকেআর প্লে-অফে ওঠার পরেই দুঃসংবাদ কলকাতা শিবিরে। বিসিসিআইয়ের শাস্তির কোপে পড়লেন কেকেআর ব্যাটার রমনদীপ সিং। শনিবার মুম্বই ম্যাচে আইপিএলের আচরণবিধি ভাঙার জন্য বিপাকে পড়েছেন রমনদীপ।

রমনদীপ সিং।
রমনদীপ সিং।
কেকেআর প্লে-অফে ওঠার পরেই দুঃসংবাদ কলকাতা শিবিরে। বিসিসিআইয়ের শাস্তির কোপে পড়লেন কেকেআর ব্যাটার রমনদীপ সিং। শনিবার মুম্বই ম্যাচে আইপিএলের আচরণবিধি ভাঙার জন্য বিপাকে পড়েছেন রমনদীপ।
ইডেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আচরণ বিধি ভাঙার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়েছে রমনদীপের। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ১ অপরাধ করেছেন রমনদীপ। তাই ম্যাচ রেফারি তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন, শাস্তি মেনেও নিয়েছেন রমনদীপ। তবে লেভেল শাস্তির ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।
advertisement
advertisement
আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২০ অনুচ্ছেদ মতে, ক্রিকেটীয় আচরণ অনুযায়ী স্বাভাবিক নয় এমন কিছু কাজ যেমন, উইকেটে ইচ্ছাকৃত আঘাত করা বা লাথি মারা, বিজ্ঞাপনী বোর্ড, সাজঘরের দরজা, জানলা বা অন্য কিছুর ক্ষতি করা এই ধরনের অপরাধের আওতায় পড়ে।
advertisement
ব্যাট হাতে মুম্বইয়ের বিরুদ্ধে ৮ বলে ১৭ রান করেছেন রমনদীপ, মেরেছেন একটি চার এবং একটি ছয়। কেকেআর ১৮ রানে মুম্বইকে হারিয়ে প্লে-অফে উঠেছে, সেই রাতের শাস্তির খবর এল নাইট শিবিরে। কলকাতা এর পরে খেলতে নামবে সোমবার, গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতে প্রথম দুইয়ে শেষ করাই লক্ষ্য হবে নাইটদের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024: প্লে-অফে উঠেই বিসিসিআইয়ের শাস্তির কোপে রমনদীপ, কী করেছেন কেকেআর ব্যাটার?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement