Rishabh Pant suspended: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Rishabh Pant suspended: দিল্লি ক্যাপিটালস শিবিরে দুঃসংবাদ। প্লে-অফে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দিল্লির অধিনায়ক। ৭ মে রাজস্থান বনাম দিল্লির ম্যাচে আইপিএলের কোড কনডাক্ট লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানা-সহ এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে পন্থকে।
দিল্লি: দিল্লি ক্যাপিটালস শিবিরে দুঃসংবাদ। প্লে-অফে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দিল্লির অধিনায়ক। ৭ মে রাজস্থান বনাম দিল্লির ম্যাচে আইপিএলের কোড কনডাক্ট লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানা-সহ এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে পন্থকে।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এই মরসুমে তিন বার স্লো ওভার রেটের ঘটনা ঘটেছে দিল্লির তরফে, তাই ঋষভ পন্থকে এক ম্যাচ সাসপেন্ড এবং ৩০ লক্ষ টাকা জরিমানা করা হল।
advertisement
advertisement
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তির কোপ থেকে বাঁচেননি বাকি খেলোয়াড়রাও। ঋষভ ছাড়া রাজস্থানের বিরুদ্ধে যারা দিল্লির প্রথম একাদশে ছিলেন তাদের জরিমানা বাবদ ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফির ৫০ শতাংশ যেটার পরিমাণ কম হবে সেটা দিতে হবে।
ম্যাচ রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়েছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। শাস্তির বিষয়টি এখন বিসিসিআইয়ের অম্বাডসম্যানের কাছে গিয়েছিল। তিনি দুই পক্ষের মন্তব্য শুনে ম্যাচ রেফারির সিদ্ধান্তই মেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
advertisement
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ আইপিএলের প্লে-অফে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি সমসংখ্যক ম্যাচ খেলে বেঙ্গালুরুর থেকে ২ পয়েন্টে এগিয়ে। কিন্তু আরসিবির নেট রেট কিছুটা ভাল, তাই দিল্লি আরসিবির বিরুদ্ধে ম্যাচ হারলে প্লেঅফে পৌঁছনো কঠিন হয়ে যাবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2024 4:07 PM IST