Lok sabha elections 2024: ‘লোকসভায় ৩০টা আসন পেলে ছ’মাসের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে’, রানাঘাটের সভা থেকে দাবি সুকান্তের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Lok sabha elections 2024: শুক্রবার বিজেপির সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের ভাষণে এ দিন উঠে এল সন্দেশখালি প্রসঙ্গও।
রানাঘাট: শুক্রবার বিজেপির সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের ভাষণে এ দিন উঠে এল সন্দেশখালি প্রসঙ্গও।
শুক্রবার রানাঘাটের সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুকান্ত এ দিন বলেন, “রানাঘাট আসনে আমাদের লড়াই মার্জিন বাড়ানোর লড়াই, ৪ লক্ষ মার্জিন বাড়ানোর লড়াই। তৃণমূল কংগ্রেস স্বপ্নেও ভাবে না রানাঘাট থেকে জেতার।” সেই সঙ্গে মুকুটমণিকে প্রার্থী করা নিয়ে তিনি বলেন, “ওদের যদি নেতা থাকত তা হলে আমাদের বিধায়ককে চুরি করে নিয়ে যাওয়ার দরকার হতো না। মুকুটমনি পাকেটমানি হয়ে চলে যাবে।”
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর উদ্দেশে সুকান্তের কটাক্ষ, “আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার। উনি জয় বাংলা শ্লোগান দেন। মুখ্যমন্ত্রী জানেন বিজেপি ৩০টি আসন পাবে, তাই তিনি ইভিএম নিয়ে বলছেন। এ বার একটি আসন হলেও তৃণমূল এর থেকে বেশি পাবে। ৩০টি আসন পেলে ৬ মাস অপেক্ষা করতে হবে না, তার আগেই বিজেপি এর মুখ্যমন্ত্রী নবান্নে বসবে। আমি কথা দিয়ে গেলাম এখান থেকে।”
advertisement
অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে সুকান্ত বলেন, “আমাদের বিরোধীদের এখন দুটোই পজিশন আছে। নয় জেল, অথবা বেল।এখন বেল পেয়েছেন পড়ে জেলেও যেতে পারেন।” পাশাপাশি সন্দেশখালি প্রসঙ্গ নিয়েও মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশকে আক্রমণ করে বলেন, “পুলিশ এক জন রিতাকে ১৬৪ করিয়েছে। পুলিশ করিয়েছে ম্যাজিস্টেট-এর সামনে। পুলিশ কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাতে ধর্ষনের অভিযোগ আছে। এর মধ্য বিজেপি কোথায় এল? পুলিশ তা হলে ভুল বুঝিয়ে করিয়েছে? তা হলে দায় তো পুলিশের, তৃণমূল কংগ্রেসের, বিজেপির তো নয়।”
advertisement
প্রসঙ্গত, রানাঘাটে আগামী ১৩ মে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপির হয়ে এই নির্বাচনে লড়ছেন জগন্নাথ সরকার। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী। সিপিএস থেকে দাঁড়িয়েছেন অলোকেশ দাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2024 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok sabha elections 2024: ‘লোকসভায় ৩০টা আসন পেলে ছ’মাসের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে’, রানাঘাটের সভা থেকে দাবি সুকান্তের










