Andre Russell New Hair Style: একদিকে বেগুনি, অন্যদিকে সোনালী রঙের চুল! কেকেআর-এর আন্দ্রে রাসেল নতুন লুকে হাজির
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Andre Russell: নতুন হেয়ারস্টাইল। আইপিএল শুরুর আগেই সবাইকে চমকে দিলেন কেকেআর-এর আন্দ্রে রাসেল।
#কলকাতা: আন্দ্রে রাসেল। নামটা শুনলেই যেন আশ্বস্ত হয়ে যান কেকেআর-এর সমর্থকরা। রাসেল আছেন মানে যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতা যেতে পারে। যতক্ষণ রাসেল ক্রিজে আছেন, ততক্ষণ নো টেনশন। আইপিএল ২০২২ খেলবেন বলে ইতিমধ্যে দীর্ঘদেহী অলরাউন্ডার রাসেল ভারতে এসে পৌঁছেছেন।
ক্যারিবিয়ানরা মাঠে থাকা মানে আলাদা রোমাঞ্চ, আকর্ষণ। ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, আন্দ্রে রাসেলরা আইপিএলের মনোরঞ্জন যেন বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। এবার ক্রিস গেইল নেই। তবে আন্দ্রে রাসেল যেন এখন ক্রোড়পতি লিগের নতুন আকর্ষণ। এবার নতুন হেয়ার স্টাইলে হাজির হয়েছেন দ্রে রাস। তাঁর সেই হেয়ারস্টাইল দেখে মুগ্ধ কেকেআর জনতা।
আরও পড়ুন- মেয়েদের একদিনের ক্রিকেটে ঝুলন একাই ‘২৫০’, কুর্নিশ চাকদা এক্সপ্রেস
কেকেআর-এর হয়ে সাতটি মরশুম খেলে ফেলেছেন রাসেল। এখন তিনি কলকাতার ঘরের ছেলে। ইতিমধ্যে রাসেল কেকেআর হোটেলে চেক-ইন করেছেন। আইপিএলের আগে অনেক তারকাকে নতুন নতুন হেয়ার স্টাইলে দেখা যায়। আইপিএলে অষ্টম মরশুম খেলতে নামার আগে রাসেলের চুলের স্টাইল সবাইকে অবাক করেছে।
advertisement
advertisement
মোহক স্টাইলের চুলে আগেও দেখা গিয়েছে রাসেলকে। এবারও তাঁর চুলে সেই মোহক কাট। তবে এবার চুলের রঙ বাহারি। একদিকে বেগুনী, অন্যদিকে সোনালী। এমন আকর্ষণীয় চুলের রঙে দেখা যাবে এবার রাসেলকে। কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাসেলের ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে সমর্থকরা রাসেলের নতুন হেয়ার স্টাইল দেখে অবাক।
রাসেল ছাড়া এবার বাহারি রঙের চুলে দেখা যাবে আরেক ক্যারিবিয়ান তারকাকে। তিনি সিমরন হেটমায়ার। এবার খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থান রয়্যালসের থিম কালার গোলাপী রঙে নিজের চুল রাঙিয়ে নিয়েছেন হেটমায়ার।
advertisement
“No need to fear, Dre Russ is here” @Russell12A #KKR #KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/R8N1z7qdSO
— KolkataKnightRiders (@KKRiders) March 16, 2022
আরও পড়ুন-আত্মহত্যার কথা ভেবেছিলেন বাংলাদেশের শাকিব! বিস্ফোরক দাবি ক্রিকেট গুরুর
এদিন ভিডিওতে রাসেলকে বলতে শোনা গেল, চিন্তার আর কোনও কারণ নেই। দ্রে রাস চলে এসেছে। আমার নতুন হেয়ার স্টাইল একবার সবাই দেখে নাও। তার পরই চুলের দুরকম রঙ দর্শকদের দেখান রাসেল। একদিকে মাঠে তাঁর পেল্লাই ছক্কা। তার উপর এমন আকর্ষণীয় চুলের রঙ। কেকেআরের রাসেলই থাকবেন আকর্ষণের কেন্দ্রে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 6:51 PM IST